Government Job for medal winning players

পদ অপরিবর্তিত রেখে পদকজয়ী খেলোয়াড়দের সরাসরি নিয়োগে সবুজ সংকেত নবান্নের, নতুন বিধিমালায় বিশেষ সুযোগ

নবান্নের আধিকারিকদের একাংশের বক্তব্য, এই সিদ্ধান্তের ফলে এক দিকে যেমন খেলোয়াড়েরা আর্থিক ও সামাজিক নিরাপত্তা পাবেন, তেমনই তাঁদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত কাজের অভিজ্ঞতা থেকে প্রশাসনিক ব্যবস্থাও উপকৃত হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৬:০৫
Nabanna\\\'s green signal for direct recruitment of medal winning players keeping the posts unchanged

খেলোয়াড়দের সরকারি চাকরিতে নিয়োগের পথ সুগম করল রাজ্য সরকার। —ফাইল চিত্র।

প্রশাসনিক ও কর্মিবর্গ দফতরের বর্তমান কাঠামো অপরিবর্তিত রেখেই পদকজয়ী খেলোয়াড়দের সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের পথ সুগম করল রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘পশ্চিমবঙ্গ পরিষেবা (বিশেষ ব্যবস্থার অধীনে খেলোয়াড় নিয়োগ) বিধিমালা ২০২৫’-এ ছাড়পত্র দেওয়া হয়েছে। এই বিধিমালার মাধ্যমে সেকশন অফিসার, ইউডিএ, এলডিএ এবং গ্রুপ-ডি পদে যোগ্য পদকজয়ী খেলোয়াড়দের সরাসরি নিয়োগ করা যাবে।

Advertisement

নবান্ন সূত্রে খবর, প্রশাসনিক ও কর্মিবর্গ দফতরে এখন যে পদসংখ্যা আছে বা যে পদবিন্যাস আছে, এই সিদ্ধান্তে তার কোনও পরিবর্তন করা হচ্ছে না। বরং বিশেষ ব্যবস্থার মাধ্যমে কৃতী খেলোয়াড়দের জন্য আলাদা সুযোগ তৈরি করা হচ্ছে। রাজ্যের আধিকারিকদের একাংশের মতে, এতে খেলাধুলায় সাফল্য অর্জন করা যুবক-যুবতীদের সরকারি পরিষেবায় যুক্ত করার ক্ষেত্রে দীর্ঘদিনের দাবি পূরণ হল। বিধিমালা অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃত প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়রাই এই সুবিধার আওতায় আসবেন। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্য শর্তাবলি সংশ্লিষ্ট দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রযোজ্য হবে। তবে খেলোয়াড়দের কৃতিত্বকে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনপ্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নবান্নের আধিকারিকদের একাংশের বক্তব্য, এই সিদ্ধান্তের ফলে এক দিকে যেমন খেলোয়াড়রা আর্থিক ও সামাজিক নিরাপত্তা পাবেন, তেমনই তাঁদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত কাজের অভিজ্ঞতা থেকে প্রশাসনিক ব্যবস্থাও উপকৃত হবে। ক্রীড়ামহলের একাংশ মনে করছে, এই সিদ্ধান্ত ভবিষ্যতে রাজ্যের খেলাধুলার পরিকাঠামো ও সাফল্য আরও বাড়াতে সহায়ক হবে। এই অনুমোদনের পর শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন