Deaths

নবদ্বীপে গঙ্গায় ভেসে যাওয়া দুই ভাইয়ের দেহ উদ্ধার হল দু’দিন পর

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম নীলেশ বিশ্বাস (২৫) ও নিলয় বিশ্বাস (২৩)। তাঁদের বাড়ি মাঝদিয়া রেলবাজার এলাকায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১২:০১

—প্রতিনিধিত্বমূলক ছবি।

গাড়ি নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন দুই ভাই। সঙ্গে ছিলেন আরও দু’জন। নদিয়ার নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমেছিলেন তাঁরা। তখনই দুর্ঘটনা। স্নানে নেমে চার জনেই তলিয়ে যান। দু’জনকে উদ্ধার করা গেলেও ওই দুই ভাই নিখোঁজ ছিলেন দুই দিন। রবিবার দু’জনেরই মৃতদেহ উদ্ধার করল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম নীলেশ বিশ্বাস (২৫) ও নিলয় বিশ্বাস (২৩)। তাঁদের বাড়ি মাঝদিয়া রেলবাজার এলাকায়। গত বৃহস্পতিবার দুপুরে মাঝদিয়া রেলবাজার এলাকা থেকে তাঁরা গঙ্গাস্নান করতে নবদ্বীপের শ্রীবাস অঙ্গন ঘাটে এসেছিলেন। মোট চার জন ছিলেন তাঁরা। স্নানে নেমে দুই ভাই স্রোতে ভেসে যান। স্থানীয়েরা চেষ্টা করেও তাঁদের উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ওই ভাবে দু’দিন পেরিয়ে যায়।

রবিবার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়েরা। খবর দেওয়া পুলিশে। জানা যায়, ওই দেহটি নিলয়ের। মৃতের পরিবার দেহ শনাক্ত করে। পরে শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথিরডাঙা এলাকায় গঙ্গা থেকে নিলয়ের ভাইয়ের দেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। মৃতের বাবা ঘটনাস্থলে গিয়ে দেহ শনাক্ত করেছেন। দু’টি দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন