Police Investigation

ছাগল কিনতে গিয়ে বধূর সঙ্গে পরকীয়া! গোপন মুহূর্তের ভিডিয়ো ভাইরাল করে গ্রেফতার ‘গুণধর প্রেমিক’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়ার হুদা গ্রাম পঞ্চায়েত এলাকার এক বধূর বাড়িতে গত কয়েক মাস ধরে ছাগল কেনাবেচা করতে যেতেন অভিযুক্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ০৩:৪০
ছাগল কেনাবেচা করতে গিয়ে পরকীয়া।

ছাগল কেনাবেচা করতে গিয়ে পরকীয়া। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ছাগল বিক্রি করতে গিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন এক বধূ। গড়ে উঠেছিল শারীরিক সম্পর্কও। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন ‘গুণধর প্রেমিক’ সেই ছাগল ব্যবসায়ী। শুক্রবার নদিয়ার চাপড়ার ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়ার হুদা গ্রাম পঞ্চায়েত এলাকার এক বধূর বাড়িতে গত কয়েক মাস ধরে ছাগল কেনাবেচা করতে যেতেন অভিযুক্ত। ধীরে ধীরে ওই বধূর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। তা থেকে পরকীয়া। একাধিক বার শারীরিক সম্পর্ক-ও হয়েছে বলে এলাকাবাসীদের একাংশের দাবি। অভিযোগ, ‘প্রেমিকা’র অজান্তেই গোপন মূহূর্তের দৃশ্য মোবাইলে রেকর্ড করে রাখতেন ব্যবসায়ী। সম্প্রতি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করা হয়। মহিলা তা জানতে পেরে দ্বারস্থ হন চাপড়া থানার।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীর লিখিত অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। গ্রেফতার করা হয় স্থানীয় বাঙালঝি গ্রামের বাসিন্দা ওই ব্যবসায়ীকে। ইতিমধ্যেই তাঁর মোবাইল বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে আইটি অ্যাক্টে।

Advertisement
আরও পড়ুন