Bangladeshi Arrested

অবৈধ ভাবে কাঁটাতার পেরিয়ে এ পার বাংলায় ১৭ বছরের সংসার, পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে মহির বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং বিয়ে করে হিজলের গোপালপুরে শ্বশুর বাড়িতেই সংসার পাতেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ২৩:৩১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এক বছর বা দু’বছর নয়! একেবারে ১৭ বছর ধরে বসবাস মুর্শিদাবাদের কান্দিতে। বাংলাদেশি হয়েও বৈধ কোনও কাগজপত্র ছাড়াই আত্মগোপন! এই অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। শনিবার রাতে কান্দি থানার অন্তর্গত হিজলের গোপালপুর এলাকা থেকে কান্দি থানার পুলিশ গ্রেফতার করে মহির মোল্লা নামে বাংলাদেশি যুবককে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে মহির বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং বিয়ে করে হিজলের গোপালপুরে শ্বশুর বাড়িতেই সংসার পাতেন। অভিযোগ, মহির মোল্লার কাছে ছিল না কোনও বৈধ কাগজপত্র। পরিযায়ী শ্রমিক হিসাবে মুম্বইয়ে কাজ করতেন তিনি। মুম্বই থেকে বাড়ি ফিরতেই পুলিশের নজরে পড়েন। পুলিশের অভিযানে অবশেষে হাতেনাতে গ্রেফতার হন। রবিবার ধৃতকে সাত দিনের হেফাজতে চেয়ে কান্দি কোর্টে পাঠায় পুলিশ। বাংলাদেশি হয়ে কোনও বৈধ নথি ছাড়া কী ভাবে তিনি ভারতে প্রবেশ করেছিলেন! সেটাই এখন রহস্যের বিষয়ের। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্তে কান্দি থানা।

Advertisement
আরও পড়ুন