Saraswati Puja 2026

স্কুলের পুজোয় যোগ মুসলিম পড়ুয়াদেরও

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই উচ্চ মাধ্যমিক স্কুলে পঞ্চম থেকে দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে কলা ও বিজ্ঞান বিভাগে পঠনপাঠন চলে।

সৌমিত্র সিকদার
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ০৮:৪৯
একটি অন্য স্কুলে ছাত্রীরা ব্যস্ত সরস্বতীপুজোর প্রস্তুতিতে। রানাঘাটে।

একটি অন্য স্কুলে ছাত্রীরা ব্যস্ত সরস্বতীপুজোর প্রস্তুতিতে। রানাঘাটে। ছবি: প্রণব দেবনাথ।

সরস্বতীপুজো উপলক্ষে স্কুলে সম্প্রীতির বাতাবরণ তৈরি হল। হিন্দু, মুসলিম সব সম্প্রদায়ের পড়ুয়ারা একসঙ্গে সরস্বতীপুজোয় অংশ নিচ্ছে। আজ, শুক্রবার চাকদহ ব্লকের জাগুলি নেতাজী বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক) স্কুলে পুজোর আয়োজন করা হয়েছে। সেখানে মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাও সরস্বতীপুজোয় অংশ গ্রহণ করবে বলে বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বিলকিস মণ্ডল, অষ্টম শ্রেণির ছাত্র নুরুদ্দিন মণ্ডল বলে, ‘‘আমাদের স্কুলে সরস্বতীপুজো হয়। আমরা সবাই ওই পুজোয় অংশ নিই। আমাদের খুবই ভাল লাগে।’’

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই উচ্চ মাধ্যমিক স্কুলে পঞ্চম থেকে দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে কলা ও বিজ্ঞান বিভাগে পঠনপাঠন চলে। সব মিলিয়ে এখানে প্রায় সাড়ে বারোশো ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে শতকরা ৩০ ভাগ ছাত্রছাত্রী মুসলিম পরিবার থেকে পড়তে আসে বলে জানা গিয়েছে। আশপাশের বিভিন্ন গ্রামে হিন্দু-মুসলিম পরিবার একসঙ্গে মিলেমিশে থাকে। স্কুলে মোট ৩০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভূষণ দেবনাথ বলেন, ‘‘দীর্ঘদিন ধরেই এখানে সবাই মিলে সরস্বতীপুজো করে। এই পুজোয় বিদ্যালয়ের মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়।’’

আরও পড়ুন