Bomb Recovered In Murshidabad

এক রাতে ১০০! মুর্শিদাবাদে বোমা উদ্ধারে সেঞ্চুরি, কোথাও বিস্ফোরক মিলল রাস্তায়, কোথাও মাটির নীচে

শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা থানার কাজিশা গ্রামে হানা দেয় পুলিশ। সেখানে দুটি ড্রামে রাখা ছিল বিপুল পরিমাণ সকেট বোমা। পুলিশের একটি সূত্রে খবর, ওই গ্রাম থেকেই ৮৯টি সকেট বোমা উদ্ধার হয়েছে

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২০

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কোথাও রাস্তায় গড়াচ্ছে বোমা, কোথাও ড্রামে পুরে বিস্ফোরক ছিল মাটির তলায় পোঁতা। এক রাতের মধ্যে প্রায় ১০০ বোমা উদ্ধার হল মুর্শিদাবাদে। জেলার দুটি পুলিশ জেলায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় শোরগোল। যদিও গ্রেফতারি বা আটকের কোনও খবর নেই।

Advertisement

শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা থানার কাজিশা গ্রামে হানা দেয় পুলিশ। সেখানে দুটি ড্রামে রাখা ছিল বিপুল পরিমাণ সকেট বোমা। পুলিশের একটি সূত্রে খবর, ওই গ্রাম থেকেই ৮৯টি সকেট বোমা উদ্ধার হয়েছে। এর পর এলাকায় বাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশিই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। আবার শুক্রবার রাতেই জলঙ্গি থানার ঘোষপাড়া গ্রাম পঞ্চায়ায়েতের বুধগাড়ি সিশাগ্রামে হানা দেয় পুলিশের একটি দল। সেখানে তল্লাশির সময় একটি হলুদ নাইলন ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় ১০টি সকেট বোমা।

সালারেও উদ্ধার হয়েছে সকেট বোমা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানেও হানা দিয়েছিল পুলিশের একটি দল। একটি জংলা জায়গা থেকে পাঁচটি বিস্ফোরক পায় পুলিশ। সেখানেও মোতায়েন করা হয় পুলিশ। বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে খবর, একটি পুলিশ জেলার অধীনস্থ এলাকাতেই উদ্ধার হয় একশো বোমা। কোথাও মাটির নীচে ড্রামে পোঁতা ছিল বোমা। কোথাও আবার বোমা ছিল রাস্তার ধারে। তিন জায়গা মিলিয়ে একশোর বেশি বোমা পেয়েছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন