(বাঁ দিকে) ঝাড়খণ্ডে মৃত মুর্শিদাবাদের শ্রমিক আলাই শেখ। বেলডাঙায় জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ (ডান দিকে)। —নিজস্ব চিত্র।
মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় সমাজমাধ্যমে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। অভিযোগ, তাঁর পোস্ট ছড়িয়ে পড়ার পরেই বেলডাঙায় অশান্তি বাড়ে। ধৃত যুবকের নাম শওকত আলি আলবেনি। তিনি জালালপুরের বাসিন্দা। গত ১৫ জানুয়ারি ফেসবুকে তিনি একটি পোস্ট করেছিলেন। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিকের মৃত্যুর পর পোস্টে হিংসাত্মক পথে প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন তিনি, দাবি পুলিশের।
বেলডাঙার ঘটনার পর থেকেই শওকতকে খুঁজছিল পুলিশ। অভিযোগ, তিনি গা ঢাকা দিয়েছিলেন। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা এবং বেলডাঙা থানার যৌথ অভিযানে গোপন ডেরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার অভিযুক্তকে আদালতে হাজির করানো হবে। তাঁকে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ।
ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন বেলডাঙার আলাউদ্দিন শেখ। কিছু দিন আগে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, খুন করে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভিন্ রাজ্যে বার বার বাঙালি শ্রমিকদের আক্রমণের প্রতিবাদে বেলডাঙা অগ্নিগর্ভ হয়ে ওঠে। আলাউদ্দিনের লাশ নিয়ে শুরু হয় বিক্ষোভ। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন বিক্ষোভকারীরা। রেলস্টেশনেও তার আঁচ লেগেছিল। টানা দুই দিন উত্তপ্ত ছিল বেলডাঙা। দ্বিতীয় দিন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।
ঘটনার পর থেকে শওকতের অনলাইন গতিবিধি নজরে রেখেছিল পুলিশ। তিনি কেন উস্কানিমূলক পোস্ট করেছিলেন, তাঁর কোনও চক্রান্ত ছিল কি না, আর কেউ এর সঙ্গে জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে।