Farakka

‘ধর্ষক’কে চিনিয়ে দিলেন মানসিক ভারসাম্যহীন তরুণী, পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধৃত অভিযুক্ত

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ফরাক্কায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শারীরিক পরীক্ষার পর ‘নির্যাতিতা’র গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০২:১৪

—প্রতীকী চিত্র।

মানসিক ভারসাম্যহীন তরুণীই চিনিয়ে দিলেন তাঁর ‘ধর্ষক’কে। ধর্ষণের অভিযোগ এক বাসচালকের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। সোমবার মুর্শিদাবাদের ফরাক্কার ঘটনা।

Advertisement

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ফরাক্কায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শারীরিক পরীক্ষার পর ‘নির্যাতিতা’র গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরাক্কা থানার ২ নম্বর কলোনির ত্রিশূলি মোড় সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করেন এক মানসিক ভারসাম্যহীন তরুণী। তিনিই নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ হালদার জানান, সকালে তিনি দেখতে পান তরুণী রাস্তায় বসে কান্নাকাটি করছেন। কাছে গিয়ে দেখেন কপালে আঘাতের চিহ্ন আছে। কী হয়েছে জানতে চাইলে ‘নির্যাতিতা’ জানান, শৌচাগারে নিয়ে গিয়ে এক বাসচালক তাঁকে ধর্ষণ করেছেন।

ত্রিশূল মোড় এলাকায় রাতেই বেশ কয়েকটি বেসরকারি বাস থাকে। নির্যাতিতার কথা শুনে তাঁকে নিয়ে সেখানেই উপস্থিত হন বিশ্বজিৎ। তাঁদের দেখেই এক চালক পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়েরা তাঁকে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। পরে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ‘নির্যাতিতা’র শারীরিক পরীক্ষার পর তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। ধৃতকে আদালতে হাজির করানো হলে তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement
আরও পড়ুন