Nadia Missing Man

তিন বছর ধরে নিখোঁজ তরুণকে উদ্ধার পুলিশের, বাবার ‘নির্যাতনে’ আত্মগোপন!

২০২২ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। ওই বছরেই ২ অক্টোবর নিখোঁজ হয়ে যান। তিন বছর পর খোঁজ পাওয়া গেল নিখোঁজ কিশোরের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ২০:০৭
Young man recovered by police in kalyani, went missing

নিখোঁজ কিশোর সৌম মিত্র। —নিজস্ব চিত্র।

তিন বছর ধরে খোঁজ মিলছিল না তরুণের। থানায় নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। পরবর্তী কালে আদালতের দারস্থ হয় তরুণের পরিবার। নিখোঁজ কিশোরকে অবিলম্বে খুঁজে বার করার নির্দেশ দিয়েছিল আদালত। তিন বছর পর খোঁজ পাওয়া গেল নিখোঁজ কিশোরের। বছর ১৯-এর সৌম মিত্রকে এদিন আদালতে হাজির করানো হয়। তরুণের দাবি, বাবার সঙ্গে তিনি থাকতে চান না। পুলিশের জিজ্ঞাসাবাদে সৌম্য জানিয়েছেন, নিজের ইচ্ছাতেই বাড়ি ছেড়েছিলেন এবং এত দিন আত্মগোপন করেছিলেন।

Advertisement

ঘটনাটি নদিয়ার চাকদহ থানার শিমুরালির। তেলিপুকুর এলাকায় বাড়ি সৌম্যদের। তাঁর বাবা সুবীর মিত্র পেশায় বেসরকারি সংস্থার কর্মী। অভিযোগ, প্রায়ই বাবা-মায়ের মধ্যে বিবাদ চলত। একদিন সেই বিবাদ চরমে উঠলে সৌম্যের মা টুম্পা মিত্র বাড়ি ছেড়ে চলে যান। বাবার কাছেই সৌম্য বড় হতে থাকেন। তরুণের অভিযোগ, বাবা মারধর করতেন তাঁকে। ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। ওই বছরেই ২ অক্টোবর নিখোঁজ হয়ে যান। চাকদহ থানায় নিখোঁজ ডায়েরি করেন বাবা। তবে পুলিশ চেষ্টা চালিয়েও সেই সময় সৌম্যর খোঁজ পায়নি। কিছুদিন পর টুম্পার খোঁজ মিলেছিল। কিন্তু ছেলের আর খোঁজ মেলেনি।

ছেলেকে খুঁজে পেতে কল্যাণী মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছিল ওই পরিবার। আদালত পুলিশকে নির্দেশ দিয়েছিল, সৌম্যকে অবিলম্বে খুঁজে বার করতে হবে। পুলিশ সূত্র মারফত খবর পায়, সৌম্য কলকাতায় রয়েছেন। এরপরই পুলিশ কলকাতা থেকে তাঁকে নিয়ে শিমুরালি যায়। পুলিশ ওই তরুণকে শনিবার কল্যাণী মহকুমা আদালতে হাজির করে। তিনি জানিয়েছেন, বাবার কাছে ফিরতে চান না।

Advertisement
আরও পড়ুন