Amrita Bharat Project

নব সাজে উদ্বোধন রাজ্যের ৩ স্টেশনের

ভবিষ্যতে ব্যারাকপুর, রাণাঘাট, শিয়ালদহ, সোনারপুর, নৈহাটি, ব্যান্ডেল-সহ আরও ১০০টি স্টেশনকে সাজিয়ে তোলা হবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৯:১৫
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

অমৃত ভারত প্রকল্পের আওতায় নবসাজে সজ্জিত দেশের ১০৩টি স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তালিকায় এ রাজ্যের কল্যাণী ঘোষপাড়া, পানাগড় এবং জয়চণ্ডী পাহাড় স্টেশনও আছে। স্থানীয় সংস্কৃতি এবং বৈশিষ্ট্যের সঙ্গে সাযুজ্য রেখে প্রথম পর্যায়ে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের এই তিন স্টেশনকে সাজিয়ে তোলা হয়েছে। রেলের খবর, এর মধ্যে ঘোষপাড়া স্টেশনে ৩.৮ কোটি টাকা, পানাগড়ে ৫.৫ কোটি এবং জয়চণ্ডী পাহাড় স্টেশনে ১১.৪৩ কোটি টাকা খরচ হয়েছে। ভবিষ্যতে ব্যারাকপুর, রাণাঘাট, শিয়ালদহ, সোনারপুর, নৈহাটি, ব্যান্ডেল-সহ আরও ১০০টি স্টেশনকে সাজিয়ে তোলা হবে।এই প্রকল্পে স্টেশনের বাইরের সজ্জা, প্রবেশপথ, ফুটওভার ব্রিজ, যাত্রী প্রতীক্ষালয়, প্ল্যাটফর্ম, ছাউনি, আলো, শৌচাগার-সহ নানা পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে।

এ দিন কল্যাণী ঘোষপাড়া এবং পানাগড় স্টেশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঘোষপাড়া স্টেশনে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং কেন্দ্রের শাসক দলের সাংসদ এবং বিধায়কেরা ছিলেন। রেলের দাবি, যাত্রী পরিষেবার উন্নয়ন ছাড়াও স্থানীয় অর্থনীতির বিকাশে এই নতুন স্টেশন সাহায্য় করবে। অনুষ্ঠানের ফাঁকে স্কুল পড়ুয়াদের জন্য ‘অপারেশন সিঁদুর:দেশভক্তির নিদর্শন’ শীর্ষক বিষয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন হয়েছিল।

আরও পড়ুন