WB Recruitment Case

স্ত্রীর বাৎসরিকের আয়োজন করতে হাই কোর্টে আর্জি কালীঘাটের কাকুর, সিবিআইয়ের জবাব তলব

নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণকে গত ডিসেম্বরে তিনটি শর্তে জামিন দিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তার অন্যতম, নিম্ন আদালতের এলাকার মধ্যে গতিবিধি সীমাবদ্ধ রাখা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২০:২৮
New appeal of Kalighater kaku aks Sujay Krishna Bhadra before Calcutta High Court

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাড়ির বাইরে স্ত্রীর বাৎসরিকের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করতে চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র (‘কালীঘাটের কাকু’ নামে যিনি পরিচিত। আদালতে তাঁর বক্তব্য, ‘‘প্রায় গৃহবন্দি (হাউস অ্যারেস্ট) অবস্থায় রয়েছি। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রয়েছে। স্ত্রীর বাৎসরিকের অনুষ্ঠান বছরে এক বার হয়। এই বার তৃতীয় বর্ষের কাজ। তাই অনেককে নিমন্ত্রণ করতে চাই।’’

Advertisement

মঙ্গলবার ওই বিষয়ে সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছে আদালত। সুজয়কৃষ্ণের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ প্রশ্ন করেন, ‘‘বাড়ির বাইরে কেন? অতিথিদের বাড়িতে ডাকতে সমস্যা কোথায়, তা নিয়ে বক্তব্য জানাক সিবিআই।’’ আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, অসুস্থতার কারণে অন্তর্বতী জামিনে রয়েছেন সুজয়কৃষ্ণ। বাড়ির মধ্যে তাঁর উপর নজর রাখছেন সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

প্রসঙ্গত, নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণকে গত ডিসেম্বরে তিনটি শর্তে জামিন দিয়েছিলেন বিচারপতি ঘোষ। নির্দেশে তিনি জানিয়েছিলেন—১) মামলার সঙ্গে যুক্ত কোনও তথ্য ও প্রমাণ নষ্ট করা যাবে না। ২) সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। ৩) পাসপোর্ট জমা রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া নিম্ন আদালতের এলাকার বাইরেও যেতে পারবেন না তিনি। নিয়োগ মামলায় ‘কালীঘাটের কাকু’কে ২০২৩ সালে গ্রেফতার করেছিল ইডি। তাঁর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছিল।

Advertisement
আরও পড়ুন