Arrest

পাটখেতে নাবালিকার দেহ, ধৃত যুবক

নাবালিকার পরিবারের অভিযোগ, আলিপুরদুয়ারের এক যুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক গড়ে ওঠায় বাড়ি থেকে আপত্তি করা হয়। ওই যুবক কয়েক জন সঙ্গীকে নিয়ে বৃহস্পতিবার নাবালিকার গ্রামে আসে। তাকে সঙ্গে নিয়ে যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ০৬:২৯

—প্রতীকী চিত্র।

বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে পাটখেত থেকে উদ্ধার হল গলায় ওড়নার ফাঁস দেওয়া নাবালিকার দেহ। কপালে রয়েছে আঘাতের চিহ্ন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই নাবালিকার খোঁজমিলছিল না।

জলপাইগুড়ি জেলার এই ঘটনায় প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। জেলার পুলিশ সুপার উমেশ গণপত বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে এক যুবককে ভিন্ জেলা থেকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চলছে।’’ জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত হয়।

নাবালিকার পরিবারের অভিযোগ, আলিপুরদুয়ারের এক যুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক গড়ে ওঠায় বাড়ি থেকে আপত্তি করা হয়। ওই যুবক কয়েক জন সঙ্গীকে নিয়ে বৃহস্পতিবার নাবালিকার গ্রামে আসে। তাকে সঙ্গে নিয়ে যায়। ওই যুবকই খুন করেছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়েটির মা। অভিযোগের ভিত্তিতে পুলিশ যুবককেগ্রেফতার করেছে।

পুলিশ জানাচ্ছে, মৃত কিশোরীর বাবা কৃষিজীবী। নাবালিকার মা বলেন, “আলিপুরদুয়ারের ওই যুবক আমার মেয়েকে বিয়ে করতে উঠেপড়ে লেগেছিল। ছেলেটিকে সতর্ক করা হয়েছিল। মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছিল।” অভিযোগে তাঁর দাবি, ওই যুবক বৃহস্পতিবার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার নাম করে পাটখেতে নিয়ে যায়। সেখানেই মেয়েকে সে খুন করেছে।

আরও পড়ুন