Murder Case

প্রেমে বাধা, যুবতী-সহ ৫ জনকে কোপ

চার আহত জলপাইগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার জেরে সোমবার সকাল থেকে তেতে ওঠে এলাকা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ০৮:৫১

—প্রতীকী চিত্র।

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পাশের গ্রামের যুবতী। অভিযোগ, তখনই শুরু হয়, ফোন করে উত্ত্যক্ত করা। অভিযুক্ত যুবককে সাবধান করেছিল মেয়েটির পরিবার। সম্প্রতি বছর একুশের ওই যুবতীর অন্যত্র বিয়ে ঠিক হয়। সে খবর কানে যেতেই বাড়িতে ঢুকে ওই যুবতী, তাঁর মা, বাবা, বোন ও কাকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। রবিবার রাতে জলপাইগুড়ির ধূপগুড়ি থানা এলাকার এই ঘটনায় অভিযুক্তকে ধরেছে পুলিশ। চার আহত জলপাইগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার জেরে সোমবার সকাল থেকে তেতে ওঠে এলাকা। এলাকাবাসী অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে ধূপগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। এসডিপিও (ধূপগুড়ি) গেলসেন লেপচা বলেন, ‘‘এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক।’’

আরও পড়ুন