আহত পুঁটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। — নিজস্ব চিত্র।
রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালির কর্মসূচি চলাকালীন শাসকদলের প্রতিনিধিদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আহত পুঁটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।
সূত্রের খবর, বুধবার পুঁটিমারি ফুলেশ্বরী এলাকায় তৃণমূলের পক্ষ থেকে উন্নয়নের পাঁচালি কর্মসূচি চলছিল। শাসকদলের অভিযোগ, সেই সময় স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি থেকে একদল দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। সেই হামলার জেরে গুরুতর আহত হন উপপ্রধান তহিদুল ইসলাম। সঙ্গে সঙ্গে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের দাবি, বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি থেকে হামলা চালানো হয়েছে। অন্য দিকে, বিজেপির জেলা সহ-সভাপতি বিরাজ বসু বলেন, “এই হামলা শাসকদলের গোষ্ঠী কোন্দলের ফল। এই ঘটনায় বিজেপির কোনও নেতা-কর্মী জড়িত নন।”