Arrest

ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ প্রবেশ করার সময় আটক ৪ বাংলাদেশি

শুক্রবার সকালে কোচবিহার জেলার সাহেবগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন এলাকায় এই ঘটনা ঘটে। আটক চারজনের মধ্যে তিনজন মহিলা এবং একজন নাবালিকা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০২:৩৯

— প্রতীকী চিত্র।

অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় বিএসএফের হাতে গ্রেফতার হলেন ৪ বাংলাদেশি। আটক করেন বিএসএফের ১৬২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।

Advertisement

শুক্রবার সকালে কোচবিহার জেলার সাহেবগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন এলাকায় এই ঘটনা ঘটে। আটক চারজনের মধ্যে তিনজন মহিলা এবং একজন নাবালিকা রয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বিএসএফের জওয়ানরা তাঁদের আটক করেন। এর পর তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ দিন ধরে ভারতে থেকে পরিযায়ী শ্রমিকের কাজ করছিলেন তাঁরা। কাজ শেষে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের আদালতে হাজির করানো করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন