ভলভো বাস পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
নতুন বছরে নয়া উপহার পেল উত্তরবঙ্গ। এই প্রথম শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি) চালু করছে ‘ভলভো স্লিপার’ বাস পরিষেবা। শুক্রবার শিলিগুড়িতে তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘দিঘার জগন্নাথ ধাম যাওয়ার জন্য এই স্লিপার বাস চালু করা হল।’’ এনবিএসটিসির ইতিহাসে এই প্রথম স্লিপার বাস চালু হওয়ায় আপ্লুত কর্মীরা, খুশি আমজনতাও।
পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের পরে উত্তরবঙ্গ থেকে ৬টি নতুন বাস চালু করেছিল এনবিএসটিসি। তবে সেগুলোর একটিও ‘স্লিপার’ ছিল না। নতুন ‘স্লিপার ভলভো’ বাসগুলো ছাড়বে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার থেকে। শিলিগুড়ি থেকে প্রতি দিন দিঘা যাতায়াতের জন্য এই বাস পাওয়া যাবে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার থেকে সপ্তাহে দু’দিন চালানো হবে। এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলেন, ‘‘এটা জরুরি ছিল। এখন থেকে যাত্রীরা আরামে দিঘা যেতে পারবেন।’’
শুক্রবার শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করতে গিয়ে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। সেখান থেকে এই পরিষেবার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘‘এর আগে ছ’টি বাস দিয়েছিলাম। এখন আরও ছ’টি দিলাম। এবার আবার স্লিপার বাস। সকলে যাতে দিঘায় জগন্নাথধাম দেখতে যেতে পারেন, তাই এই বাস চালু করে দিলাম।’’
এই নতুন বাসগুলির জন্য ব্যয় হয়েছে ১১ কোটি ৩৬ লক্ষ টাকা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, নতুন স্লিপার ভলভো বাস আসায় আগের ছ’টি ভলভো বাস শিলিগুড়ি থেকেই চলাচল করবে। নতুন ভলভো বাসগুলো কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ডিভিশন থেকে পরিচালনা করা হবে। তবে ভাড়ার বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানা গিয়েছে।
একই ভাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এসবিএসটিসি) পেয়েছে ১৩টি সিএনজি বাস। ওয়েস্ট বেঙ্গল ট্রাম কর্পোরেশন পেয়েছে ১৮টি সিএনজি বাস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের চা-বাগানের শ্রমিকদের জন্য ১৭টি ক্রেশ, ১১টি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি চা-শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘‘আমি চা সুন্দরী দিয়েছি, পাট্টা দিয়েছি। এ বার আপনাদের বাচ্চাদের রাখার জন্য ক্রেশ বানিয়ে দিলাম। চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র করা হল। বাইরে চিকিৎসা করতে যাওয়ার জন্য বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবাও চালু করা হল। আগামিদিনে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য ‘চা সাথী বাস’ চালু করে দেব।’’ আবার কালিম্পঙের চারখোলে আদিবাসীদের জন্য ‘একলব্য রেসিডেন্সিয়াল স্কুল’-এর নতুন ভবনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।