আফগানিস্তান ক্রিকেটারদের উল্লাস। ছবি: সমাজমাধ্যম।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় দিনেই অঘটন। আফগানিস্তানের কাছে হেরে গেল প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দেশ দক্ষিণ আফ্রিকা। হেরে গিয়েছে পাকিস্তানও। ইংল্যান্ডের কাছে ৩৭ রানে হেরেছে তারা। অস্ট্রেলিয়া আট উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে।
নামিবিয়ার উইন্ডহোয়েক পার্কে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। শুরুতেই ওপেনার ওসমান সাদাতকে (৪) হারালেও দলকে টানেন খালিদ আহমদজ়াই (৭৪) এবং ফয়সাল শিনোজ়াদা (৮১)। দ্বিতীয় উইকেটে ১৫২ রানের জুটি গড়েন তারা। তবে ১৮৩ রানের মাথায় তিন বলের ব্যবধানে ফিরে যান দু’জনেই। আর কোনও বড় জুটি হয়নি ঠিকই। কিন্তু লোয়ার অর্ডার ব্যাটারদের সঙ্গী করে অর্ধশতরান করেন উজ়াইরউল্লাহ নিয়াজ়াই (অপরাজিত ৫১)। আফগানিস্তান ২৬৬/৮ তোলে।
জবাবে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই নিয়ম করে উইকেট হারাতে থাকে। একমাত্র জেসন রোসেল (৯৮) ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। ক্রিজ়ে কিছু ক্ষণ টিকে থাকলেও বড় রান করতে ব্যর্থ ড্যানিয়েল বসম্যান (২০) বা কর্নে বোথারা (২৫)। ২৩৮ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। দু’টি করে উইকেট নিয়েছেন আফগানিস্তানের আব্দুল আজ়িজ় এবং খাতির স্তানিকজ়াই।
জ়িম্বাবোয়ের হারারেতে প্রথমে ব্যাট করতে নেমে ২১০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৬৬ রান সালেব ফ্যালকনারের। ৩৮ রানে ৩ উইকেট নেন আহমেদ হুসেন। অল্প রানের লক্ষ্যমাত্রা হলেও পাকিস্তানের কোনও ব্যাটারই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। অধিনায়ক ফারহান ইউসাফ (৬৫) ছাড়া আর কেউ সফল হননি। ১৭৩ রানে অলআউট হয় পাকিস্তান। ইংল্যান্ডের অ্যালেক্স গ্রিন, জেমস মিন্টো এবং রালফি আলবার্ট দু’টি করে উইকেট নিয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৩৫/৭ তোলে আইরিশরা। রবার্ট ও ব্রায়েন ৭৯ করেন। উইকেটকিপার ফ্রেডি অগিলবি ৪৯ রান করেন। অস্ট্রেলিয়াকে একার হাতে জিতিয়ে দেন স্টিভেন হগান। ১১১ বলে ১১৫ রান করেন তিনি। ৭৭ রানে অপরাজিত থাকেন নীতীন স্যামুয়েল।