Accused Escaped From Siliguri Court

পুলিশ-আসামির ‘লুকোচুরি খেলা’ শিলিগুড়ি আদালতে! লকআপে ঢোকানোর আগে কী ভাবে উধাও?

পুলিশ সূত্রের খবর, আসামির নাম বিকাশ কার্কী। মদ খেয়ে অশান্তি করার অভিযোগে শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেফতার করে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৬
Police

আদালত চত্বর থেকে কী ভাবে পালালেন অভিযুক্ত? চিন্তায় পুলিশ। —নিজস্ব চিত্র।

কোর্ট লকআপে ঢোকানোর আগে পুলিশের ‘হাত ছাড়িয়ে’ পালাল আসামি। শনিবার এই ঘটনায় শোরগোল শিলিগুড়ি মহকুমা দেওয়ানি ও ফৌজদারি আদালতে। আদালতের একটি সূত্রের খবর, মত্ত অবস্থায় এলাকায় অশান্তি করার অভিযোগে পুলিশ গ্রেফতার করে ওই অভিযুক্তকে। শনিবার তাঁকে আদালতে হাজির করানোর কথা ছিল। ইতিমধ্যে অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, আসামির নাম বিকাশ কার্কী। মদ খেয়ে অশান্তি করার অভিযোগে শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯২ ধারায় মামলা রজু হয়।

শনিবার খড়িবাড়ি থানা থেকে মোট আট জন আসামির কাগজ জমা পড়ে শিলিগুড়ি মহকুমা দেওয়ানি ও ফৌজদারি আদালতে। কিন্তু কোর্ট লকআপে সাত আসামিকে শনাক্ত করা গেলেও বিকাশের খোঁজ মেলেনি। তখনই টনক নড়ে পুলিশের। আদালত চত্বরে বিকাশের খোঁজ শুরু করে পুলিশ।

আসামি পালানোর খবর পেয়ে আদালতে পৌঁছে যান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি-সহ অন্যান্য পুলিশ আধিকারিক। খতিয়ে দেখা হয় আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ। কিন্তু এখনও তাঁর খোঁজ মেলেনি। দার্জিলিং জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, ‘‘যত টুকু খবর পেয়েছি, তাতে জানতে পেরেছি, অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পৌঁছে দেওয়ার পর সেখানকার জেল থেকে বা হেফাজত থেকে তিনি পালিয়েছেন। আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারায় মামলা রুজু হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ অভিযুক্তকে খুঁজছে।’’ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি (পূর্ব) টি রবিন বলেন , ‘‘আসামি এখান (আদালত) থেকেই পালিয়েছে কি না, সেটা আমরা খতিয়ে দেখছি। গোটা ঘটনার তদন্ত চলছে।’’

Advertisement
আরও পড়ুন