Tourists Arrest in Darjeeling

দার্জিলিং বেড়াতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটালেন পঞ্জাবের পাঁচ পর্যটক! সিংমারিতে গ্রেফতার

অভিযুক্ত পাঁচ পর্যটককের বাড়ি পঞ্জাবের চণ্ডীগড়ের বাসিন্দা। ধৃতদের নাম সুকজিৎ সিংহ, লখিন্দর সিংহ, হর্ষবিন্দ্র সিংহ, পরবেন্দ্র সিংহ এবং মনদ্বীপ সিংহ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৮:১৩
Tourists Arrest in Darjeeling

গাড়ি নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়ে গন্ডগোলে জড়িয়ে গ্রেফতার পর্যটকেরা। —নিজস্ব ছবি।

দার্জিলিং বেড়াতে গিয়ে গন্ডগোলে জড়িয়ে গ্রেফতার হলেন পঞ্জাবের পাঁচ জন পর্যটক। অভিযোগ, গাড়ি ঘোরানো নিয়ে স্থানীয় এক গাড়িচালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান তাঁরা। সেই সময় ওই পর্যটকদের একজন ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন স্থানীয় গাড়িচালককে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, পঞ্জাব থেকে গাড়ি নিয়ে দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন পাঁচ জনের একটি পর্যটকের দল। শুক্রবার দার্জিলিঙের সিংমারির কাছে ফাটক এলাকায় গাড়ি ঘোরানোর সময় স্থানীয় এক গাড়িচালকের সঙ্গে পর্যটকদের বচসা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, চরম বাগ্‌বিতণ্ডা হয়েছিল। সেখান থেকে হাতাহাতি শুরু হয়। তখন পর্যটকদের মধ্যে একজন গাড়ি থেকে ধারালো অস্ত্র বার করেন। তিনি গাড়িচালকের আঙুলে কোপ বসিয়ে দেন। আহত ওই যুবক সেখানকার গাড়িচালকদের সংগঠনকে বিষয়টা জানান। তার পরে ঘটনাস্থলে পৌঁছে যায় দার্জিলিং সদর থানার পুলিশ৷ তারা পাঁচ পর্যচককেই গ্রেফতার করেছে।

পুলিশি জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়, অভিযুক্ত পাঁচ পর্যটককের বাড়ি পঞ্জাবের চণ্ডীগড়ের বাসিন্দা। ধৃতদের নাম সুকজিৎ সিংহ, লখিন্দর সিংহ, হর্ষবিন্দ্র সিংহ, পরবেন্দ্র সিংহ এবং মনদ্বীপ সিংহ। শনিবার ধৃতদের দার্জিলিং জেলা আদালতে হাজির করানো হয়।

দার্জিলিং জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ধীরাজ দাস বলেন, ‘‘গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয় গাড়িচালকদের মধ্যে বচসার হয়৷ পর্যটকদের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিতে আঘাতের অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন