Bangshi Badan Barman

রাজবংশী বিদ্যালয় ভবন নির্মাণে ‘কথার খেলাপ’ দাবি তুলে গ্রেটার কোচবিহার নেতার কটাক্ষ উদয়নকে

মন্ত্রীর দাবি, এই ধরনের ছেলেমানুষী কথার কোনও উত্তর হয় না। মন্ত্রী উদায়ন বলেন, ‘‘বিদ্যালয়ের ঘর করার দায়িত্ব শিক্ষা দফতরের। নির্দিষ্ট দফতর জানিয়েওছে এই ঘর নির্মাণ করা হবে।’’

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৮
বংশীবদন বর্মণ।

বংশীবদন বর্মণ। — নিজস্ব চিত্র।

আবারও ‘বেসুরো’ গ্রেটার কোচবিহার পিপলস্ অ্যাসোসিয়েশন নেতা বংশীবদন বর্মণ। তাঁর নিশানায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অভিযোগ, রাজবংশী বিদ্যালয় ভবন নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়ে কথার খেলাপ করেছেন মন্ত্রী। সোমবার মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের জন্মদিবস উদ্‌যাপন অনুষ্ঠান থেকেই ‘তোপ’ দাগলেন গ্রেটার কোচবিহার নেতা।

Advertisement

বংশীর অভিযোগ, রাজবংশী ভাষার বিদ্যালয়গুলির ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেওয়ার পরেও কথার খেলাপ করেছেন মন্ত্রী। কটাক্ষ করে তাঁর দাবি, মিথ্যা প্রলোভন দেখিয়েছিলেন মন্ত্রী। সোমবার দিনহাটার জেলখানার মাঠে দি গ্রেটার কোচবিহার পিপলস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বংশীবদন বর্মণ বলেন, ‘‘মন্ত্রী নিজেই বলেছিলেন রাজবংশী ভাষার বিদ্যালয়গুলির ভবন নির্মাণ করে দেবেন। দিনহাটা বিধানসভা কেন্দ্রে যে সমস্ত বিদ্যালয় আছে সেগুলির ভবন আগে নির্মাণ করবেন। সেই তালিকাও চেয়ে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে বলেন ভবনগুলি নির্মাণ করবে শিক্ষা দফতর।’’

গ্রেটার কোচবিহার নেতার প্রশ্ন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যদি ভবন নির্মাণ করতে নাই পারেন তাহলে কেন মিথ্যা প্রলোভন দেখিয়েছিলেন? সোমবার তিনি আরও বলেন, ‘‘আমরা ভেবেছিলাম, যিনি রাজবংশী মানুষের হাঁটু ভেঙে দিতে চেয়েছিলেন তিনি হয়তো তাঁর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু দেখা গেল সবাই এক।’’ তাঁর কটাক্ষ, যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের নেতারা ভূমিপুত্র হয়ে যান। আজকে যিনি মন্ত্রী তাঁর বাবা বামফ্রন্ট আমলে রাজবংশী মানুষের রক্ত দিয়ে হোলি খেলতে চেয়েছিলেন। বংশীর হুঙ্কার, ‘‘এঁদের ভাঁওতা মুখরোচক কথা শুনে গলে গেলে চলবে না।’’

এই প্রসঙ্গে মন্ত্রীর দাবি, এই ধরনের ছেলেমানুষী কথার কোন উত্তর হয় না। মন্ত্রী উদায়ন বলেন, ‘‘বিদ্যালয়ের ঘর করার দায়িত্ব শিক্ষা দফতরের। নির্দিষ্ট দফতর জানিয়েওছে ঘর নির্মাণ করা হবে।’’

Advertisement
আরও পড়ুন