Dulal Sarkar Murder Case

দুলাল খুনে ধৃত তৃণমূলের বহিষ্কৃত নেতার কার্যালয় ভেঙে দিল রেল! বুলডোজ়ার চলল ভাইয়ের ক্লাবেও

গত ২ জানুয়ারি নিজের ওয়ার্ডে গুলিবিদ্ধ হয়ে খুন হন ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা। ওই ঘটনায় মালদহ টাউনের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেফতার হন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১৪:৪৫
Dulal Sarkar Murder Case

তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে ধৃত প্রাক্তন তৃণমূল নেতার কার্যালয় ভেঙে দিল রেল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা খুনে অন্যতম অভিযুক্ত তিনি। এখন জেলেই রয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি। মালদহ টাউনের সেই প্রাক্তন তৃণমূল সভাপতি দুলালের কার্যালয় ভেঙে দিলেন রেল কর্তৃপক্ষ। অভিযোগ, রেলের জায়গা দখল করে কার্যালয় তৈরি করেছিলেন নরেন্দ্রনাথ।

Advertisement

শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে রেল। প্রথমে নরেন্দ্রনাথের ভাইয়ের পরিচালিত ক্লাব ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। তার পর ভাঙা হয় নরেন্দ্রনাথের কার্যালয়। স্থানীয় সূত্রে খবর, কাউন্সিলর থাকাকালীন ওই কার্যালয় থেকে পুরসভার কাজকর্ম পরিচালনা করতেন খুনের মামলায় অন্যতম অভিযুক্ত নরেন্দ্র। পরবর্তী সময়ে দলীয় কাজকর্ম পরিচালনা করার জন্য ওই অফিসটি ব্যবহার করতেন তিনি। দুলাল খুনের পর নরেন্দ্রনাথের বেআইনি নির্মাণ ভাঙার জন্য রেলের কাছে আবেদন করেছেন ওই এলাকার কয়েক জন।

জানা যাচ্ছে, সেই আবেদনে সাড়া দিয়ে ইংরেজবাজার থানার পুলিশ, ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের বহিষ্কৃত নেতার কার্যালয়।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি নিজের ওয়ার্ডে গুলিবিদ্ধ হয়ে খুন হন ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল। ওই ঘটনায় মালদহ টাউনের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি-সহ প্রথমে পাঁচ জনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। তাঁরা এখনও জেলে। সম্প্রতি বিহার থেকে কৃষ্ণ রজক নামে আরও এক অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।অন্য দিকে, দিন কয়েক আগে জামিনের জন্য আবেদন করেছিলেন নরেন্দ্রনাথ। যদিও মালদহ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে।

Advertisement
আরও পড়ুন