Jarda Bridge

রাজনৈতিক সভা সেতুর মুখে, উষ্মা

সেতুতে ভারী যান চলাচল না-করায় সেতুর মুখে সভা-সমিতি করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো।

কৌস্তভ ভৌমিক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ০৮:৩৭
জর্দা সেতু।

জর্দা সেতু। নিজস্ব চিত্র ।

ময়নাগুড়ির ঐতিহ্যবাহী জর্দা সেতু ভগ্নপ্রায়। সেতুর উপর দিয়ে বর্তমানে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ। কিছু হালকা যানবাহন চলাচল করে। নতুন বাজার দিকে সেতুর মুখে এই মুহূর্তে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশ। চলতি মাসে তৃণমূল এবং বিজেপির জনসভা হয়েছে সেতুর মুখে। অভিযোগ, সেতুর রাস্তা এখন সমাবেশের মাঠের আকার নিয়েছে। এতেই আক্ষেপ শহরবাসীর। পুরবাসীদের অনেকে বলছেন, শহরের ঐতিহ্য ধরে রাখতে সেতু দ্রুত মেরামত এবং কিংবা বিকল্প সেতু তৈরির দাবিতে রাজনৈতিক দলগুলি সরব হলে ভাল হত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দু’বছরের বেশি সময় ধরে সেতু বন্ধ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা প্রশস্ত করার পাশাপাশি সেতু সংস্কার কিংবা বিকল্প সেতু তৈরি চিন্তাভাবনা করছেন বলে সূত্রের খবর। এখন সেতুতে ভারী যান চলাচল না-করায় সেতুর মুখে সভা-সমিতি করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো।

কংগ্রেসের ময়নাগুড়ি ব্লক সভাপতি প্রদীপ ঘোষাল বলেন, ‘‘আমরা গত ডিসেম্বর মাসেও এই সেতু সংস্কার-সহ অন্যান্য দাবিতে রাস্তায় নেমেছিলাম। প্রতিনিয়ত আমাদের আন্দোলন চলছে। কিন্তু কেন্দ্র এবং রাজ্যের শাসক দল এই এলাকাটিকে ধর্মতলা বানিয়ে দিয়েছে। ওরা চায় না এই সেতু হোক। তা হলে ওরা সভা সমাবেশ করবে কোথায়? আগামীতেও আন্দোলন চালিয়ে যাব।’’ সিপিএমের ময়নাগুড়ি মধ্য পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক অপু রায় বলেন, ‘‘জাতীয় সড়কের উপরে এ ভাবে সভা করার অনুমতি প্রশাসন কেন দিচ্ছে জানি না। ভারী যান চলাচল না করলেও সাইকেল আরোহী এবং পথচারীরা ওই রাস্তা ব্যবহার করেন।’’

জলপাইগুড়ি জেলা যুব তৃণমূলের সভাপতি রামমোহন রায় বলেন, ‘‘মানুষের বিভিন্ন দাবি নিয়ে আমরা আগেও রাস্তায় নেমেছি, আগামীতেও নামব।’’ বিজেপি নেতা চঞ্চল সরকার বলেন, ‘‘গোটা দেশজুড়ে রাস্তাঘাট থেকে শুরু করে সেতু সবকিছু তৈরি করছে বিজেপি সরকার। আগামীতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই কাজগুলিও করবে।’’

আরও পড়ুন