Mysterious Death

দিনহাটা কলেজের বাংলা বিভাগের অধ্যাপকের রহস্যমৃত্যু

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই অধ্যাপককে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যেরা একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে খবর দেন কলেজ কর্তৃপক্ষকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০২:৩৬
অমিতাভ দত্ত।

অমিতাভ দত্ত। ছবি: সংগৃহীত।

উদ্ধার হল দিনহাটা কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অমিতাভ দত্তের দেহ। দিনহাটা শহরের বাবুপাড়ায় অধ্যাপকের বাড়ি। বুধবার রাতে ১১টা নাগাদ সেই বাড়ির বিছানা থেকেই উদ্ধার হয়েছে দেহ।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই অধ্যাপককে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যেরা একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে খবর দেন কলেজ কর্তৃপক্ষকে। এর পরে কলেজের কয়েকজন আধিকারিক ও শিক্ষকেরা তাঁর বাড়িতে এসে বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। অবশেষে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। জানানো হয় দমকল বিভাগেও। পুলিশ ও দমকল কর্মীদের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে অধ্যাপকের মৃতদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে খবর, বিভাগীয় প্রধানের স্ত্রী কলকাতায় মেয়ের কাছে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন অধ্যাপক। মঙ্গলবারেও তিনি দিনহাটা কলেজে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নির্দিষ্ট দায়িত্বে ছিলেন।

মৃত্যুর খবর পেয়ে রাতে কলেজের একাধিক আধিকারিক ও শিক্ষক ঘটনাস্থলে ছুটে আসেন। অধ্যাপকের মৃত্যুর পরে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, ‘‘স্যরের মৃত্যুতে আমি শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। বাংলা বিভাগের জনপ্রিয় অধ্যাপক ছিলেন স্যর। আমি ইংরেজি বিভাগের ছাত্র হলেও তাঁর সাহচর্য পেয়েছিলাম । তাঁর অস্বাভাবিক মৃত্যু বেদনাদায়ক। ’’

দিনহাটা থানা সূত্রে খবর, দেহ উদ্ধার করার পরে তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রুজু করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা।

Advertisement
আরও পড়ুন