চিকিৎসাধীন ছাত্রী। —নিজস্ব চিত্র।
প্রতি দিনের মতোই ক্লাস চলছিল। হঠাৎ পড়ুয়াদের উপরে ভেঙে পড়ল ফ্যান। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙা-১ ব্লকের জোড়পাটকি হাই স্কুলের এই ঘটনায় আহত তিন ছাত্রী। তার মধ্যে এক জনের অবস্থা গুরুতর। বর্তমানে ওই ছাত্রী মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্কুল সূত্রে খবর, নবম শ্রেণির ক্লাস চলার সময়ে চলন্ত ফ্যান হঠাৎ করে সিলিং থেকে ভেঙে পড়ে ছাত্রীদের উপরে। তিন জন পড়ুয়া আহত হয়। সঙ্গে সঙ্গে শিক্ষক-শিক্ষিকারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পরে দু’জনকে ছাড়া হলেও লিজা পারভিন নামের এক ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। ওই ছাত্রী গুরুতর ভাবে আহত।
দুর্ঘটনা প্রসঙ্গে স্কুলের সহকারী প্রধানশিক্ষক কানু বর্মণ বলেন, ‘‘শ্রেণিকক্ষে পড়াশোনার সময় হঠাৎ করেই ফ্যানের রডটি ভেঙে যাওয়ায় ফ্যান নীচে পড়ে যায়। ওই ঘটনায় তিনজন ছাত্রী আহত হয়। তাদের মধ্যে একজন বেশি আঘাত পেয়েছে।বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।’’