Kolkata

Kolkata House Collapse: রাতভর বৃষ্টিতে গিরিশ পার্কে ভেঙে পড়ল বাড়ির একাংশ, আহত এক

ভোরবেলা ২০ নম্বর কৈলাশ কবিরাজ লেনের তিন তলা ওই বাড়ির বারান্দার একাংশ ভেঙে পড়ে। আহত হন এক বাসিন্দা। আহত ব্যাক্তিকে উদ্ধার করতে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। আপাতত ওই ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২১ ১২:৫০
কৈলাশ কবিরাজ লেনে সেই ভাঙা বাড়ি।

কৈলাশ কবিরাজ লেনে সেই ভাঙা বাড়ি। নিজস্ব চিত্র

বুধবার রাত থেকেই দফায় দফায় ভারী বৃষ্টি চলছে কলকাতায়। তার জেরে বৃহস্পতিবার উত্তর কলকাতা গিরিশ পার্কে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ।

ভোরবেলা ২০ নম্বর কৈলাশ কবিরাজ লেনের তিন তলা ওই বাড়ির বারান্দার একাংশ ভেঙে পড়ে। আহত হন এক বাসিন্দা। আহত ব্যাক্তিকে উদ্ধার করতে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। আপাতত ওই ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

বৃষ্টির মধ্যেই ভোরে ওই বাড়ির দোতলার বারান্দা হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পরে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সংকীর্ণ গলির মধ্যে ওই বাড়ির বারান্দা ভেঙে সাময়িক ভাবে আটকে যায় গলি। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে খবর দেওয়া হয় দমকলকে। দমকলকর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বাড়ির ভাঙা অংশ সরান। ঘটনাস্থলে যান স্থানীয় থানার পুলিশও।

Advertisement
আরও পড়ুন