শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। —ফাইল চিত্র।
পরিবেশবান্ধব এবং পুনর্ব্যবহারের কার্যকারিতাহীন সামগ্রী-মুক্ত শিক্ষাঙ্গন গড়ার পথে এ দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এ বার পথ দেখাচ্ছে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)। শিক্ষাঙ্গনে যে কোনও অনুষ্ঠান বা যে কোনও প্রয়োজনে ব্যবহারের জন্য স্টিলের বাসনের জোগান দিতে একটি প্লেট ব্যাঙ্ক গড়ে উঠেছে। শিক্ষাঙ্গন জঞ্জাল মুক্ত এবং প্লাস্টিক মুক্ত করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে অন্তত ১০০০ জনের কাজে লাগবে এই প্লেট ব্যাঙ্ক। সম্প্রতি অদম্য চেতনা ফাউন্ডেশন নামে একটি সংস্থার সঙ্গে প্লেট ব্যাঙ্ক গড়তে মউ স্বাক্ষর করেছে শিবপুর আইআইইএসটি। ওই সংস্থাটি এ দেশে এই নিয়ে ২১টি প্লেট ব্যাঙ্ক গড়ে তুলল। সংস্থার চেয়ারপার্সন তথা শিবপুর আইআইইএসটি-র বোর্ড অব গভর্নর্সের চেয়ারপার্সন তেজস্বিনী অনন্ত কুমার এবং আইআইইএসটি-র অধিকর্তা ভি এম এস আর মূর্তি মউ স্বাক্ষর-পর্বে উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব তথা গ্রিন এবং ক্লিন ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে এই প্লেট ব্যাঙ্ক কার্যকর হবে বলে সংশ্লিষ্ট মহলের আশা। এ দেশের কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত বিজ্ঞান, প্রযুক্তি পাঠের শিক্ষা প্রতিষ্ঠানগুলির (ইনস্টিটিউট অব ন্যাশনাল ইম্পর্ট্যান্স) মধ্যে শিবপুর আইআইইএসটি সবার আগে এমন একটি উদ্যোগে শামিল হল।