Attack on MLA Sabitri Mitra

তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা: এক দুষ্কৃতীকে ধরল পুলিশ, বাকিদের খোঁজে তল্লাশি বিহার-ঝাড়খণ্ডেও

তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগে এক দুষ্কৃতীকে আটক করল পুলিশ। তদন্তকারীদের সূত্রে খবর, বাকিদের খোঁজেও তল্লাশি চলছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৯
(বাঁ দিকে) মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। বিধায়কের গাড়ি (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

(বাঁ দিকে) মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। বিধায়কের গাড়ি (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগে এক দুষ্কৃতীকে আটক করল পুলিশ। তদন্তকারীদের সূত্রে খবর, বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। খোঁজ চলছে পড়শি রাজ্য বিহার-ঝাড়খণ্ডেও।

Advertisement

শনিবার রাতে মালদহ-মানিকচক রাজ্য সড়কে সাবিত্রীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, ধরমপুরের কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি বিধায়কের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিধায়কের গাড়ির চালক কোনও মতে সেই সংঘর্ষ এড়ান। আরও অভিযোগ, পরে সন্দেহজনক গাড়িটি ফের ঘুরে এসে পিছন দিক থেকে সাবিত্রীর গাড়িকে ধাওয়া করতে শুরু করে। এই ঘটনায় ভয় পেয়ে যান বিধায়ক। শেষমেশ একটি জনবহুল এলাকায় নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিলকি পুলিশ ফাঁড়িতে খবর দেন তিনি।

ওই ঘটনার তদন্তে নেমে রবিবার দুপুরে এক দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের গাড়িটিকে এখনও উদ্ধার করা যায়নি। সেটির খোঁজে তল্লাশি চলছে মালদহ, পাশ্ববর্তী দুই দিনাজপুরে। বিহার ও ঝাড়খণ্ডেও দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

বিধায়ক বলেন, ‘‘গত চার-পাঁচ দিন ধরে আমার গতিবিধির উপর নজর রাখছিল দুষ্কৃতী দল। যারা করেছে, তারা মালদহের নয়। তাদের বয়সও অল্প। মুখে মাফলার ছিল। যে গাড়িটি ধাক্কা মারে, তাতে ভীষণ ধুলো ছিল। ফলে স্পষ্ট করে বোঝা যায়নি। পাঁচ আসনের গাড়ি ছিল।’’

Advertisement
আরও পড়ুন