Chocolate Bomb Case In Birbhum

বিসর্জনের শোভাযাত্রায় যুবকের মুখে চকোলেট বোমা ফাটিয়ে ধৃত ভিলেজ পুলিশ! গুরুতর জখম এক

ঘটনার প্রতিবাদে প্রতিমা নামিয়ে পথ অবরোধ করেন এলাকার নয়টি পুজোর উদ্যোক্তারা। প্রায় আধ ঘণ্টা ধরে অবরোধ চলার পর ঘটনাস্থলে যায় মাড়গ্রাম থানার পুলিশ। তারা সুবিচারের আশ্বাস দিলে অবরোধ ওঠে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৪:৫৯
Chocolate Bomb

চকোলেট বোমা ধরিয়ে এক জনের মুখে ছুড়ে দেওয়ার অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

বিসর্জনের শোভাযাত্রা। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে ভিড় সামলানোর দায়িত্ব যাঁদের উপর, তাঁদেরই এক জন ঘটালেন মারাত্মক ঘটনা। অভিযোগ, শোভাযাত্রায় অংশ নেওয়া এক যুবকের মুখে চকোলেট বোমা ছুড়েছেন এক ভিলেজ পুলিশকর্মী। মুখে পটকা ফেটে গুরুতর জখম হয়েছেন ওই যুবক। অন্য দিকে, গ্রেফতার হয়েছেন অভিযুক্ত ভিলেজ পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার চাঁদপাড়া গ্রামে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মাড়গ্রাম থানার চাঁদপাড়া গ্রামে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলছিল। সেই শোভাযাত্রায় হেমন্ত বাগদি নামে এক যুবক ছিলেন। অভিযোগ, বিনা প্ররোচনায় সজল মারজিত নামে এক ভিলেজ পুলিশ চকোলেট বোমায় আগুন ধরিয়ে হেমন্তের মুখের দিকে ছুড়ে দেন। পটকা ফেটে মুখের একাংশ জ্বলে যায় যুবকের। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। থমকে যায় শোভাযাত্রা।

প্রতিবাদে রাস্তায় প্রতিমা নামিয়ে পথ অবরোধ করেন এলাকার নয়টি পুজোর উদ্যোক্তারা। প্রায় আধ ঘণ্টা ধরে অবরোধ চলার পর ঘটনাস্থলে যায় মাড়গ্রাম থানার পুলিশ। তারা সুবিচারের আশ্বাস দিলে অবরোধ ওঠে।

ঘটনাক্রমে আটক ওই ভিলেজ পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে হাজির করানো হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্য দিকে, জখম যুবকের শারীরিক পরিস্থিতি গুরুতর। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে। পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। ভিলেজ পুলিশের ওই কাণ্ডে শোরগোল এলাকায়।

Advertisement
আরও পড়ুন