Sujan Chakraborty

Sujan chakraborty: ডেউচা-পাঁচামি পরিদর্শনে যাওয়ার পথে সুজনকে কালো পতাকা তৃণমূলের, বিক্ষোভ

হরিণসিঙা গ্রামে ঢোকার মুখে তৃণমূল নেতা-কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। তাঁর গাড়ি ঘিরে ফেলেন। বেশ কিছুক্ষণ তাঁকে ঘিরে রেখে দেখানো হয় বিক্ষোভ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১৫:২৮
বিক্ষোভকারীদের কবল থেকে মুক্ত হওয়ার পর সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বীরভূমের মহম্মদবাজার ব্লকে। শুক্রবার। -নিজস্ব চিত্র।

বিক্ষোভকারীদের কবল থেকে মুক্ত হওয়ার পর সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বীরভূমের মহম্মদবাজার ব্লকে। শুক্রবার। -নিজস্ব চিত্র।

বীরভূমের মহম্মদবাজার ব্লকে ডেউচা-পাঁচামি কয়লাখনি এলাকা পরিদর্শনে গিয়ে শুক্রবার তৃণমূল নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। তাঁকে কালো পতাকা দেখানো হয়। বেশ কিছুক্ষণ তাঁকে ঘিরে রেখে দেখানো হয় বিক্ষোভ।

ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। ওই সময় সুজন একটি গাড়ি নিয়ে যাচ্ছিলেন ডেউচা-পাঁচামি কয়লাখনি এলাকা পরিদর্শনে। পথে হরিণসিঙা গ্রামে ঢোকার মুখে তৃণমূল নেতা-কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। তাঁর গাড়ি ঘিরে ফেলেন। বেশ কিছুক্ষণ তাঁকে ঘিরে রেখে বিক্ষোভ দেখানো হয়।

পরে মহম্মদবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের হাত থেকে সিপিএম নেতাকে মুক্ত করে। তার পর হরিণসিঙা গ্রামে ঢোকেন সুজন।

Advertisement

সুজন পরে সাংবাদিকদের বলেন, ‘‘মধ্যপ্রদেশে বিজেপি যেমন করছে এখানে তৃণমূলও সেই ভাবে ডেউচা-পাঁচামি কয়লাখনি বেচে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এটা রুখতেই আমরা এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলতে যাচ্ছি। তাই আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেন তৃণমূল নেতা-কর্মীরা। আমাকে কালো পতাকা দেখানো হয়।’’

ডেউচা-পাঁচামি কয়লা খনি ও সেখানকার শ্রমিকদের জন্য সম্প্রতি রাজ্য সরকারের তরফে প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন