ছাত্রকে মারধর করার সেই চিত্র। নিজস্ব চিত্র ।
সপ্তম শ্রেণির ছাত্রকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ওন্দা হাইস্কুল চত্বরে। বিক্ষোভ অভিভাবকদের। কঠোর শাস্তির দাবি অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে। আক্রান্ত ছাত্র বর্তমানে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, বৃহস্পতিবার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যাচ্ছে একদল ছাত্র একটি ছাত্রের উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছাড়ায় এলাকায়। ভিডিয়ো দেখে শিউরে ওঠেন স্কুলের শিক্ষক-সহ অভিভাবকেরা। তাঁদের মধ্যে কয়েকজন স্কুল চত্বর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমন নৃশংসভাবে মারধর করার কারণ স্পষ্টভাবে না জানা গেলেও আহত ছাত্রের দাদা দীপ ঘোষ জানান, শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ চাপিয়ে উচ্চশ্রেণির ছাত্ররা তাঁর ভাইয়ের উপর চড়াও হয়ে তাকে মারধর করেছে। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
এই ঘটনায় বিচলিত স্কুল কর্তৃপক্ষ জানান, আক্রান্ত ছাত্রের পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন তাঁরা। এর পর স্কুল পরিচালন সমিতির বৈঠক ডেকে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে পদক্ষেপ করার আস্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।