Accident in Purulia

পুরুলিয়ায় পথ দুর্ঘটনা! বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ হারালেন পড়শি রাজ্যের ন’জন

শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের উপর। বিয়েবাড়ি থেকে ফেরার পথে মৃত্যু ন’জনের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১০:২৬
Nine killed in road accident in Purulia

দুর্ঘটনার কবলে পড়া সেই গাড়ি। — নিজস্ব চিত্র।

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় পুরুলিয়ায় প্রাণ হারালেন ঝাড়খণ্ডের ন’জন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের উপর।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বরাবাজার থানার আদাবনা এলাকায় একটি বিয়েবাড়িতে গাড়ি ভাড়া করে এসেছিলেন ঝাড়খণ্ডের নিমডি থানার তিলাইটাড়ের কয়েক জন। শুক্রবার বাড়ি ফিরছিলেন তাঁরা। পুরুলিয়ার বলরামপুর থানার নামশোল এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় ওই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশ সূত্রে খবর, বোলেরো গাড়িটি জামশেদপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি ট্রেলার আসছিল। বলরামপুর থানার নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দু’টি গাড়িই। মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা নজরে আসতে প্রথমে স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগান। বোলেরোয় চালক-সহ ন’জন ছিলেন। সকলকেই গুরুতর জখম অবস্থায় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে কাউকেই বাঁচানো যায়নি। চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন সকলকে।

দুর্ঘটনার পর জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দু’টিকে রাস্তার ধারে সরিয়ে নিয়ে যায়। তার পরে আবার জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়।

Advertisement
আরও পড়ুন