basanta utsav

নিজস্ব ভাবে বসন্ত উৎসব পালনেও হতে পারে ভিড়! প্রশাসনের দ্বারস্থ হলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ

বিশ্বভারতী কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন, তাঁরা ১৪ মার্চ ঐতিহ্যবাহী বসন্ত উৎসব পালন করবেন না। পরিবর্তে ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভিতরে বসন্ত উৎসব উদ্‌যাপিত হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২১
এ বছর ১১ মার্চ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে বসন্ত উৎসব উদ্‌যাপিত হবে।

এ বছর ১১ মার্চ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে বসন্ত উৎসব উদ্‌যাপিত হবে। — ফাইল চিত্র।

এ বছর বিশ্ববিদ্যালয় চত্বরেই নিজস্ব ভাবে বসন্ত উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে মনে করা হচ্ছে, সেই উৎসবেও ভিড় করতে পারেন সাধারণ মানুষ। সেই নিয়ে উদ্বেগ রয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তাই নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে বৈঠক করল বিশ্বভারতী।

Advertisement

মঙ্গলবার শান্তিনিকেতনের সেন্ট্রাল লাইব্রেরিতে এই বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন, বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, দমকল বাহিনীর ওসি সৌরভ মণ্ডল, বিশ্বভারতীর ফিন্যান্স অফিসার অমিত হাজরা-সহ অন্যান্য আধিকারিক এবং কর্মী।

প্রসঙ্গত, বিশ্বভারতী কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন, তাঁরা ১৪ মার্চ ঐতিহ্যবাহী বসন্ত উৎসব পালন করবেন না। পরিবর্তে ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভিতরে বসন্ত উৎসব উদ্‌যাপিত হবে, যেখানে শুধুমাত্র ছাত্র-ছাত্রী, অধ্যাপকেরা অংশ নেবেন।

তবে এই অনুষ্ঠানে সাধারণ মানুষও ভিড় করতে পারেন মনে করে প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন