Birbhum Rape and Murder Case

নিথর দেহের পাশে জলের বোতল, রুমাল ও চটি, মেলায় হারিয়ে যাওয়া যুবতীকে ধর্ষণ করে খুন বীরভূমের জঙ্গলে

পুলিশ সূত্রে খবর, শনিবার সদাইপুরের রাধামাধবপুর গ্রামের কাছে একটি নির্জন জঙ্গলে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়েরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৭:১৭
Birbhum Rape and Murder Case

—প্রতীকী চিত্র।

বাবার সঙ্গে মেলায় গিয়েছিলেন। কিন্তু ভিড়ে হারিয়ে গিয়েছিলেন যুবতী। শুক্রবার রাতভর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাঁকে। শনিবার একটি জঙ্গলের মধ্যে ওই যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বীরভূমের সদাইপুরে। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে বছর ত্রিশের ওই যুবতীকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার সদাইপুরের রাধামাধবপুর গ্রামের কাছে একটি নির্জন জঙ্গলে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়েরা। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। জানা যায়, আগের দিন বাবার সঙ্গে দুবরাজপুরে মেলায় বেড়াতে গিয়েছিলেন ওই যুবতী। তার পর তাঁর খোঁজ মিলছিল না।

বক্রেশ্বর নীল জলাধারের পাশ দিয়ে রাজগঞ্জ-করমকাল যাওয়ার রাস্তায় জঙ্গলের পড়ে থাকা নিথর দেহের পাশে মেলে একটি জলের বোতল, একজোড়া চটি এবং একটি রুমাল। তা ছাড়া, যুবতীর গলায় ওড়নার ফাঁস ছিল বলে খবর। পুলিশ খবর পাঠায় মৃতার পরিবারের কাছে। পাশাপাশি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

পুলিশের কাছে মৃতার বাবার অভিযোগ, মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে সদাইপুর থানার পুলিশ। নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ময়নাতদন্তের রিপোর্টকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মহিলার মৃত্যুর সঙ্গে কারা জড়িত, খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে। এর চেয়ে বেশি কিছু এখনই বলা সম্ভব নয়।’’ অন্য দিকে, যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবি তুলেছেন স্থানীয়েরা। গ্রামবাসীদের দাবি, তাঁরা এই ঘটনার পরে আতঙ্কের মধ্যে রয়েছেন।

Advertisement
আরও পড়ুন