— ফাইল চিত্র।
দক্ষিণবঙ্গ থেকে সরে উত্তরে গিয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগ। তবে দক্ষিণে ঝড়বৃষ্টি থামবে না। মৌসুমি অক্ষরেখা সেখানে সক্রিয় রয়েছে। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর থেকে সরে হিমালয়ের পাদদেশে থাকা উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। সে কারণে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। অন্য দিকে, দক্ষিণবঙ্গের শান্তিনিকেতন, ক্যানিংয়ের উপর দিয়েছে গিয়েছে মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবে দক্ষিণের সব জেলায় চলবে ঝড়বৃষ্টি। তবে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই।
শনিবার দঙ্গিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। রবিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বর্ষণ হতে পারে উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামী সোমবার পর্যন্ত সেখানে কমলা সতর্কতা জারি রয়েছে। এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ওই দিন পর্যন্ত জারি হলুদ সতর্কতা। শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে হতে পারে অতি তীব্র (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টি। এই দুই জেলায় লাল সতর্কতা রয়েছে। শনি, রবি ও বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে এবং মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।