West Bengal Weather Update

বাংলাদেশ হয়ে মেঘালয়ের দিকে সরছে নিম্নচাপ! তবে শনিতেও দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টি হবে, উত্তর ভাসবে রবি পর্যন্ত

বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল, তা শক্তি হারিয়ে আপাতত বাংলাদেশের উপরেই রয়েছে। তবে তা ধীরে ধীরে ভারতের মেঘালয়ের দিকে সরছে। এর জেরে শনিবারও দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৭:৫৫

—ফাইল ছবি।

বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল, তা শক্তি হারিয়ে আপাতত বাংলাদেশের উপরেই রয়েছে। তবে তা ধীরে ধীরে ভারতের মেঘালয়ের দিকে সরছে। এর জেরে শনিবারও দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গ ভাসবে রবিবার পর্যন্ত।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে আগেই বাংলাদেশে প্রবেশ করেছে। এ বার সেটি ঘণ্টায় ২৩ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্ব দিকে সরতে সরতে মেঘালয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে। মেঘালয় থেকে এখন ওই নিম্নচাপের দূরত্ব ৪০ কিলোমিটার। আর অসম থেকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে ওই নিম্নচাপ।

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জন্য শনিবারও দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝ়ড়ও। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর।

আবহবিদেরা জানিয়েছেন, শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে। সেখানেও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিতেও দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
আরও পড়ুন