Mystery Death in Maheshtala

স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন পাড়ায়, গলায় ওড়না প্যাঁচানো দেহ মিলল গভীর রাতে! নার্সের রহস্যময় মৃত্যু মহেশতলায়

মৃতার নাম শিল্পী বিবি। বয়স ৩৪ বছর। মহেশতলার দক্ষিণ জগতলার বাসিন্দা শিল্পী থাকতেন তাঁর স্বামী নাসির আলির সঙ্গে। শনিবার বাড়ি থেকে বেরিয়ে অনেক ক্ষণ ফেরেননি যুবতীর স্বামী। তাঁকে খুঁজতে বাইরে বার হয়েছিলেন ওই নার্স।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৩:০১
শিল্পী বিবি।—

শিল্পী বিবি।— নিজস্ব চিত্র।

বাড়ির কাছে গলিতে মুখ থুবড়ে পড়ে যুবতী। গায়ের ওড়নাটি প্যাঁচানো গলায়!

Advertisement

শনিবার গভীর রাতে ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে তাঁর। পেশায় নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোরগোল মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে। মৃতার স্বামীর অভিযোগ, খুন করা হয়েছে স্ত্রীকে। ঘটনার তদন্তে নেমে যে বাড়ির সামনে যুবতীর দেহ পড়েছিল, তার মালিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিল্পী বিবি। বয়স ৩৪ বছর। পেশায় তিনি নার্স। মহেশতলার দক্ষিণ জগতলার বাসিন্দা শিল্পী থাকতেন স্বামী নাসির আলির সঙ্গে। মহরম উপলক্ষে শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন নাসির। কিন্তু রাত হয়ে যাওয়ার পরেও স্বামী বাড়ি না-ফেরায় তাঁর খোঁজে বাইরে বার হয়েছিলেন শিল্পী। জানা যাচ্ছে, রাত ২টো নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্বামীর দাবি, রাত আড়াইটে নাগাদ তিনি এক প্রতিবেশীর ফোন পান। তাঁকে জানানো হয়, স্থানীয় একটি গলিতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। নাসির জানান, তিনি ঘটনাস্থলে ছুটে যান। স্ত্রীকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন। নাসিরের কথায়, ‘‘ওকে খুন করা হয়েছে। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল।’’ তাঁর সংযোজন, ‘‘কেউ পরিকল্পিত ভাবে ওকে খুন করেছে।’’ যদিও নির্দিষ্ট করে কারও নাম বলতে পারেননি তিনি। তা ছাড়া রাতে তিনি কোথায় ছিলেন, তা স্পষ্ট নয়।

সকালে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। যে বাড়ির সামনে দেহ মিলেছিল, সেখানকার বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, খুন না আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানাচ্ছে পুলিশ। অন্য দিকে, এই রহস্যমৃত্যুতে স্বাভাবিক ভাবেই আতঙ্কিত স্থানীয়েরা। দ্রুত তদন্তের দাবি জানাচ্ছেন তাঁরা। ঘটনাস্থলে গিয়েছেন এলাকার রাজনৈতিক নেতৃত্ব।

Advertisement
আরও পড়ুন