SSC Case in Supreme Court

‘নিয়োগ সন্দেহজনক’! অভিজিতের রায় চ্যালেঞ্জ করে অঙ্কিতার আবেদন খারিজ হল সুপ্রিম কোর্টে

একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন অঙ্কিতা। তৎকালীন মন্ত্রী পরেশের কন্যা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেন চাকরিপ্রার্থী ববিতা সরকার।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৯
বাঁদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ডানদিকে অঙ্কিতা অধিকারী।

বাঁদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ডানদিকে অঙ্কিতা অধিকারী। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আড়াই বছর আগেকার চাকরি বাতিলের নির্দেশকে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অঙ্কিতার নিয়োগকে ‘সন্দেহজনক’ বলে চিহ্নিত করে আবেদন খারিজ করে দিয়েছে।

Advertisement

একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন অঙ্কিতা। তৎকালীন মন্ত্রী পরেশের কন্যা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেন চাকরিপ্রার্থী ববিতা সরকার। ওই মামলায় ২০২২ সালের ১৭ মে অঙ্কিতার চাকরি বাতিল করেন হাই কোর্টের তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁকে বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কন্যার চাকরি এবং বেতনের প্রায় ১৫ লক্ষ টাকা পান ববিতা। পরে দেখা যায় তাঁরও নম্বর মূল্যায়নে ভুল রয়েছে। পরে ববিতারও চাকরি চলে যায়। শেষমেশ ওই চাকরি পান আর এক চাকরিপ্রার্থী অনামিকা রায়। সেই চাকরি নিয়েও বিতর্ক তৈরি হয়। একটি চাকরিকে কেন্দ্র করে চলে দীর্ঘ টানাপড়েন।

ওই চাকরি মামলায় প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ২০২২ সালের ১৭ মে-র নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন অঙ্কিতা। গত বছর ২২ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিল করে হাই কোর্ট। তাতে চাকরি টেকেনি অনামিকার। অর্থাৎ, অঙ্কিতার চাকরি ববিতা এবং তার পরে সেই চাকরি অনামিকা পেয়েছিলেন। ডিভিশন বেঞ্চের রায়ে তা-ও বাতিল হয়ে যায়। এর পাশাপাশি শীর্ষ আদালতে পরেশ-কন্যা চ্যালেঞ্জ করেছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ২৬ হাজার চাকরি বাতিল রায়কেও। প্রধান বিচারপতির বেঞ্চ সেটিকেও খারিজ করে দিয়েছে।

Advertisement
আরও পড়ুন