SSC Recruitment Case

‘সমস্যার’ কথা গোটা ভারতকে জানাতে চান চাকরিহারাদের একাংশ, দিল্লিতে অনশনে বসার পরিকল্পনা

নিজেদের সমস্যার কথা শুধু রাজ্যের মানুষজনকেই নয়, গোটা দেশকে শোনাতে চান চাকরিহারাদের একাংশ। আর সেই কারণে দিল্লির যন্তরমন্তরে অনশনে বসার পরিকল্পনা করেছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৬:৫৩
দিল্লির যন্তরমন্তরে অনশনে বসার পরিকল্পনা চাকরিহারাদের একাংশের।

দিল্লির যন্তরমন্তরে অনশনে বসার পরিকল্পনা চাকরিহারাদের একাংশের। —নিজস্ব চিত্র।

নিজেদের সমস্যার কথা শুধু রাজ্যের মানুষজনকেই নয়, গোটা দেশকে শোনাতে চান চাকরিহারাদের একাংশ। আর সেই কারণে নয়াদিল্লির যন্তরমন্তরে অনশনে বসার পরিকল্পনা করেছেন তাঁরা। কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়ে গিয়েছে বলে দাবি করলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’ নামক সংগঠনের আহ্বায়ক মেহবুব মণ্ডল।

Advertisement

তবে কবে এই কর্মসূচি হবে, তা খোলসা করেননি মেহবুব। তিনি বলেন, “এখানে কয়েকটা কর্মসূচি পালন করে আমরা অনশন আন্দোলনের দিকে যাব। আমরণ অনশন করব। হয় মরব, নয় চাকরি পাব।” যন্তরমন্তরের কর্মসূচি প্রসঙ্গে মেহবুব বলেন, “আমরা গোটা ভারতকেই বার্তা দিতে পারি। আমরা অনুমতি নিয়েছি। এখান থেকে কয়েক জনকে দিল্লিতে পাঠানো হবে।”

২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এসএসসি দফতরের কাছে অনশনে বসেছেন চাকরিহারাদের একাংশ। এসএসসি দফতরের সামনে বুধবার থেকেই অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের কয়েক জন। তাঁদের মধ্যে থেকেই চার জন বৃহস্পতিবার বেলা থেকে অনশনে বসেন। সাংবাদিক বৈঠক করে তাঁরা জানান, যত ক্ষণ না যোগ্যদের তালিকা এবং উত্তরপত্র (ওএমআর শিট)-এর ‘মিরর ইমেজ’ প্রকাশ করা হবে, তত ক্ষণ পর্যন্ত নড়বেন না তাঁরা।

শুক্রবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারাদের একাংশ। স্কুল পরিদর্শকের দফতরের সামনে অবস্থানে বসার পরিকল্পনা রয়েছে তাঁদের। সেখান থেকেই শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা দফতরে হওয়া বৈঠকে যাবেন বলে জানিয়েছেন চাকরিহারাদের একাংশ।

Advertisement
আরও পড়ুন