Bengal SSC Recruitment Case

গ্রুপ-সি, গ্রুপ-ডির যোগ্যদের তালিকা প্রকাশে নারাজ! হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএসসি

হাই কোর্টের আরও নির্দেশ ছিল, চলতি নিয়োগ প্রক্রিয়ায় যে নতুন পরীক্ষাপর্ব চলছে, তাতে যোগ্য গ্রুপ-সি এবং গ্রুপ-ডি প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে নতুন নিয়োগে আবেদন করার সুযোগ দিতে হবে। সে সব নির্দেশকেও চ্যালেঞ্জ করেছে এসএসসি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ২১:৫৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের (গ্রুপ-সি এবং গ্রুপ-ডি) প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে নারাজ স্কুল সার্ভিস কমিশন! কলকাতা হাই কোর্টের তালিকা প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এসএসসি।

Advertisement

গত সপ্তাহে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ গ্রুপ-সি ও গ্রুপ-ডির যোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছে এসএসসি। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

গত ১ ডিসেম্বর হাই কোর্টে বিচারপতি সিংহ নির্দেশ দেন, এসএসসির ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার ‘দাগি’ অযোগ্যদের বিস্তারিত তালিকা প্রকাশ করতে হবে। ৩ ডিসেম্বরের শুনানিতে যোগ্যদের তালিকা প্রকাশেরও নির্দেশ দেন বিচারপতি। বলা হয়, চিহ্নিত ‘দাগি’ নন, এমন শিক্ষাকর্মী ও চাকরিপ্রার্থীর তালিকা ৮ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। শুক্রবার অযোগ্যদের তালিকা প্রকাশ করলেও এখনও যোগ্যদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি এসএসসি।

পাশাপাশি, হাই কোর্টের আরও নির্দেশ ছিল, চলতি নিয়োগ প্রক্রিয়ায় যে নতুন পরীক্ষাপর্ব চলছে, তাতে যোগ্য গ্রুপ-সি এবং গ্রুপ-ডি প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে নতুন নিয়োগে আবেদন করার সুযোগ দিতে হবে। আগামী ৬ জানুয়ারি হাই কোর্টে ওই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সে সব নির্দেশকেও চ্যালেঞ্জ করেছে এসএসসি। চলতি সপ্তাহে শীর্ষ আদালতে এসএসসি-র মামলাটির শুনানি হতে পারে।

Advertisement
আরও পড়ুন