SSC Teachers Protest

জামাইষষ্ঠী রবিবার! পূর্বঘোষিত ধিক্কার মিছিল কর্মসূচি বাতিল করলেন চাকরিহারা শিক্ষকেরা

আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, রবিবারের ঘোষিত কর্মসূচি বাতিল হলেও সেন্ট্রাল পার্কে অবস্থান আন্দোলন চলবে। তবে গরমের ছুটির পর সোমবার থেকে অনেকে স্কুলেও যাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ২৩:৫০
—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

রবিবার জামাইষষ্ঠী। সেই কারণেই পূর্বঘোষিত কর্মসূচি বাতিল করলেন এসএসসির ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তবে রবিবার বাতিল হলেও সেই কর্মসূচি হবে বৃহস্পতিবার, এমনই জানিয়েছেন আন্দোলনকারীরা।

Advertisement

শুক্রবার চাকরিহারাদের নবান্ন অভিযান আটকে দেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, পুলিশ বেছে বেছে শিক্ষক-শিক্ষিকাদের গ্রেফতার করেছে! এই ঘটনার প্রতিবাদে রবিবার রাজ্য জুড়ে নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে ধিক্কার দিবস মিছিল পালন করার ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তবে জামাইষষ্ঠীর কারণে সেই কর্মসূচির দিন বদল হল।

আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, রবিবারের ঘোষিত কর্মসূচি বাতিল হলেও সেন্ট্রাল পার্কে অবস্থান আন্দোলন চলবে। তবে গরমের ছুটির পর সোমবার থেকে স্কুল খুলছে। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা ঠিক করেছেন, সোমবার থেকে তাঁরা স্কুলে যোগ দেবেন। তবে আন্দোলন থামবে না। স্কুলেও প্রচার চালানো হবে।

স্কুলে গেলে সেন্ট্রাল পার্কের ধর্না কি উঠে যাবে? আন্দোলনকারীদের মতে, হাই কোর্ট ২০০ জনের অবস্থানের কথা বলেছিল। তবে এখন তাঁরা ঘুরিয়ে ফিরিয়ে ৩০ থেকে ৪০ জনই থাকবেন অবস্থানমঞ্চে। আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের অন্যতম মুখ মেহেবুব মণ্ডল বলেন, ‘‘জামাইষষ্ঠীর কারণে আমাদের ঘোষিত কর্মসূচির বদল করা হয়েছে। রবিবারের বদলে বৃহস্পতিবার জেলাভিত্তিক এই কর্মসূচি হবে। তার আগে স্কুলে স্কুলেও আমরা প্রচার করব।’’

Advertisement
আরও পড়ুন