SSC recruitment Case

আবার পিছিয়ে গেল শুনানি! মাস দুয়েক জেলেই থাকতে হবে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে

সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের মামলার শুনানি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৩:০৯
সুবীরেশ ভট্টাচার্য।

সুবীরেশ ভট্টাচার্য। —ফাইল ছবি।

সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের মামলার শুনানি। নিয়োগে দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুবীরেশ। বৃহস্পতিবার সেই মামলার ছিল। শীর্ষ আদালত জানিয়েছে, আগামী জুলাই মাসে সুবীরেশের জামিনের মামলার শুনানি। যার ফলে মে এবং জুন মাসে জেলেই থাকতে হবে সুবীরেশকে।

Advertisement

বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ জানিয়েছে, এই সময়ের মধ্যে দু’পক্ষ হলফনামা আদানপ্রদান করবে। গত এপ্রিল মাসেও এক বার সুবীরেশের জামিনের মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল।

নিয়োগ মামলার তদন্তে নেমে ২০২২ সালের সেপ্টেম্বরে সুবীরেশকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সে সময় তিনি ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সিবিআইয়ের যুক্তি ছিল, যে সময়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, সেই সময়ে সুবীরেশই এসএসসির চেয়ারম্যান ছিলেন। আরও অভিযোগ, প্রাপ্ত নম্বর নিয়ে কারচুপিতে তিনিই প্রধান ভূমিকা নেন।

অতীতেও সুবীরেশ জামিনের আবেদন করেছেন। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বিরোধিতা করে। তাদের দাবি ছিল, এসএসসির চেয়ারম্যানপদ থেকে ইস্তফা দিলেও তাঁর প্রভাব ছিল যথেষ্ট। তাঁকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়। এমনকি, গ্রেফতারির সময় তিনি দার্জিলিং হিল্‌‌‌‌স বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন। শুধু তা-ই নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন