Bangladesh Situation

বাংলাদেশে ফের খুন! পেট্রলপাম্পে যুবকের মাথার উপর দিয়ে চালিয়ে দেওয়া হল গাড়ি, হাহাকার পরিবারে

বাংলাদেশের রাজবাড়ি সদর উপজেলার বাসিন্দা রিপন দাস (৩০)। স্থানীয় একটি পেট্রলপাম্পে কাজ করতেন তিনি। শুক্রবার তাঁকে গাড়িচাপা দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৫:১৬
বাংলাদেশে নিহত পেট্রলপাম্পের কর্মী রিপন সাহা।

বাংলাদেশে নিহত পেট্রলপাম্পের কর্মী রিপন সাহা। —ফাইল চিত্র।

বাংলাদেশে ফের নৃশংসতা। যুবকের মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল দুষ্কৃতীরা। থেঁতলে গেল মাথা। জানা গিয়েছে, যুবকের নাম রিপন সাহা (৩০)। তিনি রাজবাড়ি সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে একটি পেট্রলপাম্পে কাজ করতেন। অভিযোগ, শুক্রবার ভোরে পেট্রলপাম্পে তেল নিতে এসেছিল একটি চারচাকার গাড়ি। তেল দেওয়ার পর টাকা না দিয়েই সেটি চলে যাচ্ছিল। বাধা দিতে গেলে রিপনকে ধাক্কা মেরে তার মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়। সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন দিশাহারা রিপনের পরিবার।

Advertisement

রাজবাড়ির খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়ার বাসিন্দা ছিলেন রিপন। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে রাজবাড়ির পুলিশ। ঘাতক গাড়িটির মালিক আবুল হাসেম এবং চালক কামাল হোসেন আপাতত বন্দি। তাঁদের পেট্রলপাম্পের সিসি ক্যামেরার ফুটেজ থেকেও শনাক্ত করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে, আবুল বিএনপি-র প্রাক্তন কোষাধ্যক্ষ এবং রাজবাড়ি জেলা যুবদলের প্রাক্তন সভাপতি। আগে থেকেই পুলিশের খাতায় তাঁর নাম ছিল।

ঠিক কী ঘটেছিল? পেট্রলপাম্পের কর্মীরা জানিয়েছেন, ভোরে তেল নিতে এসেছিল কালো রঙের একটি ল্যান্ড ক্রুজ়ার। পাঁচ হাজার টাকার তেল নেওয়া হয়েছিল সেই গাড়িতে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, গাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন আবুল। তেল নেওয়ার পর তিনি গাড়িতে ওঠেন। সঙ্গে সঙ্গে গাড়ি চালিয়ে দেওয়া হয়। রিপন বাধা দিতে গাড়ির পিছন পিছন দৌড়েছিলেন। ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত তিনি গাড়ির সঙ্গে গিয়েছিলেন। তার পর গাড়িটি তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। পেট্রলপাম্পের আর এক কর্মী রিপনের পিছন পিছন এসেছিলেন। তিনি রাস্তার উপর রিপনের থেঁতলানো দেহ পড়ে থাকতে দেখেন।

শুক্রবার বিকেলে আবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে অন্য গ্রাম থেকে চালক কামালকেও গ্রেফতার করা হয়। রাজবাড়ি সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জিয়াউর রহমান জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে।

Advertisement
আরও পড়ুন