SIR in Bengal

ভোটার তালিকায় নাম তুলতে এসআইআর: উত্তরবঙ্গের চা বলয়ে কর্মসংস্থানের নথিকে মান্যতা দিল কমিশন

কাজের কাগজেই মিলবে ভোটাধিকার। উত্তরবঙ্গে বংশপরম্পরায় কাজ করা চা শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করল নির্বাচন কমিশন। তাঁদের জন্য এসআইআর-এর ১৩ নথির বাইরে বিশেষ অনুমতি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৯:৩৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কাজের কাগজেই মিলবে ভোটাধিকার। বিশেষ নিবিড় সংশোধনে উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের কাজ করার নথিকে মান্যতা দিল নির্বাচন কমিশন। সেখানকার কর্মসংস্থানের নথি থাকলেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে পারবেন ওই শ্রমিকেরা। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানাল কমিশন। তারা জানিয়েছে, চা এবং সিঙ্কোনা বাগানে কর্মরত বাসিন্দারা কর্মসংস্থানের কাগজ দেখিয়ে নাম তুলতে পারবেন। কমিশনের এই নির্দেশ উত্তরবঙ্গের সাত জেলার বাসিন্দাদের জন্য। এই সুবিধা পাবেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার শ্রমিকেরা।

Advertisement

ভোটার তালিকায় নাম তোলার জন্য ১৩টি নথির কথা জানিয়েছে কমিশন। কিন্তু উত্তরবঙ্গের চা ও সিঙ্কোনা বাগানে কর্মরত শ্রমিকদের অনেকেরই সেই সব নথি নেই। বংশপরম্পরায় তাঁরা সেখানে কাজ করছেন। ওই সব শ্রমিকের নাম তোলার জন্য কমিশনে আবেদন জানিয়েছিল রাজ্য বিজেপি। সেই অনুযায়ী গত ৩১ ডিসেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল কমিশনের কাছে ওই শ্রমিকদের কাজ করার কাগজকে নথি হিসাবে গ্রহণ করার প্রস্তাব দেন। সিইও দফতর জানিয়েছিল, দীর্ঘ দিন ধরে কাজ করছেন ওই শ্রমিকেরা। চা বাগানে কাজ করার জন্য তাঁদের বিশেষ কর্মসংস্থানের কাগজ দেওয়া হয়। বাইরের কেউ চাইলেই সহজে সেই কাগজ তৈরি করতে পারেন না। তাই ওই শ্রমিকদের কর্মসংস্থানের কাগজকে এসআইআরের নথি হিসাবে মান্যতা দেওয়া হোক। রবিবার চিঠি পাঠিয়ে কমিশন সিইও দফতরের সেই প্রস্তাবে সিলমোহর দেয়।

সিইও দফতরের এক আধিকারিক জানান, রবিবারই কমিশনের এই নির্দেশ উত্তরবঙ্গের সাত জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের (ডিইও) কাছে পাঠানো হয়েছে। সোমবার থেকেই চা শ্রমিকদের ওই কাগজ গ্রহণ করা হবে। প্রসঙ্গত, বাংলার এসআইআরে দ্বিতীয় পর্যায়ে ভোটারদের শুনানি চলছে জেলায় জেলায়। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি।

Advertisement
আরও পড়ুন