খাদে পড়ে দুমড়েমুচড়ে গিয়েছে গাড়ি। সোমবার কার্শিয়াঙে। —নিজস্ব চিত্র।
কার্শিয়াঙে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে কার্শিয়ং থেকে সিটং যাওয়ার পথে খাদে পড়ে যায় একটি গাড়ি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ি চালক। রবিবার রাতে গাড়িটি খাদে পড়ে গেলেও সোমবার সকালেই দুর্ঘটনার কথা জানতে পারেন স্থানীয়রা। কারণ, রাতে শুনশান পাহাড়ি এলাকায় গাড়িটি যে খাদে পড়ে গিয়েছে, তা জানতেই পারেননি কেউ। সকালে গাড়িটিকে খাদে পড়ে থাকতে দেখার পড়েই শুরু হয় উদ্ধারকাজ।
জানা গিয়েছে, মৃতদের নাম বিগেন ভুজেল, রুপেন খাওয়াশ এবং রমেশ গুরুং। মৃতদের মধ্যে বিগেন ভুজেল স্থানীয় পঞ্চায়েত সদস্য। তিনি অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)-র সদস্য ছিলেন।
এই ঘটনা প্রসঙ্গে কার্শিয়াং থানার আইসি পলাশ মহন্ত বলেন, “চালক ছাড়াও গাড়িতে তিন জন ছিলেন। চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। তবে দুর্ঘটনার কারন এখনও জানা যায়নি। কী কারণে এই দুর্ঘটনা, তার তদন্ত চলছে।”