West Bengal Weather Update

সকাল থেকেই মেঘলা আকাশ, সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

কলকাতায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের আরও সাত জেলায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১১:১৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বৃষ্টি কমলেও এখনও মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। বৃহস্পতিবার সকালেও রোদের দেখা মেলেনি। আলিপুর জানিয়েছে, কলকাতায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের আরও সাত জেলায়।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে। বহরমপুরে ৬৯ মিলিমিটার, পুরুলিয়ায় ৩৩ মিলিমিটার, ডায়মন্ড হারবারে ৩১.৩ মিলিমিটার, সিউড়িতে ৩০ মিলিমিটার, বাঁকুড়ায় ২৪.১ মিলিমিটার, ব্যারাকপুরে ২৪ মিলিমিটার, কৃষ্ণনগরে ২১.৪ মিলিমিটার, বর্ধমানে ১৫.৬ মিলিমিটার, আলিপুরে ১১.৬ মিলিমিটার, দমদমে ১১.৫ মিলিমিটার, উলুবেড়িয়ায় ৮ মিলিমিটার এবং শ্রীনিকেতনে ৬.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তুলনামূলক ভাবে বেশি বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃহস্পতিবারও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। এ ছাড়া সপ্তাহভর দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভিজবে কলকাতাও। আগামী সোমবার দুই ২৪ পরগনায় ফের ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। তার আগে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গেও গত ২৪ ঘণ্টায় সে রকম ভারী বৃষ্টি হয়নি। দার্জিলিঙে ২৩.২ মিলিমিটার, কালিম্পঙে ৩১ মিলিমিটার এবং কোচবিহারে ২৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া, উত্তরের বাকি জেলাগুলিতে সামান্যই বৃষ্টি হয়েছে। তবে আলিপুর জানিয়েছে, রবিবার ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে। ওই দিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
আরও পড়ুন