News Of The Day

হাই কোর্টে এসএসসি মামলার শুনানি। পুতিনের ভারত সফরের দ্বিতীয় দিন। সংসদের অধিবেশন। আর কী নজরে

২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, নতুন নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে এবং তা আইন মেনে করা হয়নি। চলতি নিয়োগ প্রক্রিয়ার নতুন বিজ্ঞপ্তিগুলি খারিজ চেয়ে তাঁরা আবেদন করেছেন। আজ সেই মামলার শুনানি রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

স্কুল সার্ভিস কমিশনের ২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। মামলাকারী তথা বঞ্চিত চাকরিপ্রার্থীদের অভিযোগ, নতুন নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে এবং তা আইন মেনে করা হয়নি। চলতি নিয়োগ প্রক্রিয়ার নতুন বিজ্ঞপ্তিগুলি খারিজ চেয়ে তাঁরা আবেদন করেছেন। আজ বিচারপতি অমৃতা সিংহের এজলাসে তাঁদের মামলার শুনানি রয়েছে। আজ আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।

দু’দিনের সফরে বৃহস্পতিবার ভারতে এসেছেন রুশ‌ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ তাঁর সফরের দ্বিতীয় দিন। আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপড়েনের মাঝে পুতিনের এই সফরে দিল্লির সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় করতে চাইছে মস্কো। ভারত বর্তমানে যে পরিমাণ জ্বালানি‌ তেল আমদানি করে, তার একটি বড় অংশ আসে রাশিয়া থেকে। প্রতিরক্ষা এবং সামরিক সরঞ্জামের ক্ষেত্রেও দিল্লি এবং মস্কোর‌ মধ্যে দীর্ঘ কয়েক দশকের সুসম্পর্ক রয়েছে। এ অবস্থায় পুতিনের এই সফরে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।

আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার সাধারণ মানুষেরা সরাসরি নিজেদের অভিযোগ এবং সমস্যা জানাতে পারেন মেয়রকে। এই কর্মসূচির পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করবেন ফিরহাদ। সেখানে কী কী বিষয় উঠে আসে, মেয়র কোনও বার্তা দেন কি না, সে দিকে নজর থাকবে আজ।

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আজ অধিবেশনের পঞ্চম দিন। সোমবার থেকে এসআইআর-সহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা চেয়ে সংসদে সরব হয়েছেন বিরোধীরা।‌ হট্টগোলে দফায় দফায় মুলতুবি হয়েছে উভয় কক্ষের অধিবেশন। আজ সংসদে শাসক এবং বিরোধী শিবিরের অবস্থান কী থাকে, সে দিকে নজর থাকবে।

রায়পুরে শতরান করেও ভারতকে জেতাতে পারেননি বিরাট কোহলি। সাড়ে তিনশোর উপরে রান তুলে হারতে হয়েছে ভারতকে। শনিবার বিশাখাপত্তনমে সিরিজ়ের শেষ ম্যাচ। ভারত কি সিরি‌জ় জিতবে? থাকবে ভারতীয় দলের সব খবর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিন দিন পশ্চিমবঙ্গের সর্বত্র এমনই থাকবে তাপমাত্রা। আপাতত পারদ ওঠানামার খুব একটা সম্ভাবনা নেই। সপ্তাহান্তে এ রাজ্যেও উত্তর-পশ্চিমের বাতাসের দাপট বাড়বে। সঙ্গে বাড়বে শীতের আমেজ।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্টে শতরান করেছেন জো রুট। প্রথম ইনিংসে ভাল খেলেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া কি পারবে পাল্টা লড়াই করতে? দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

পরের বছর বিশ্বকাপ ফুটবল। তার গ্রুপ বিন‍্যাস হবে শুক্রবার। গত বারের বিজয়ী আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মানি, সব বড় দলই গ্রুপ পর্বে নিজেদের প্রতিপক্ষ জানতে পারবে আজ। আমেরিকার কেনেডি সেন্টারে ভারতীয় সময় রাত ১০.৩০ থেকে শুরু ড্র। দেখা যাবে ফিফা প্লাস চ্যানেলে।

Advertisement
আরও পড়ুন