News Of The Day

কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতার জনসভা। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মামলার শুনানি সুপ্রিম কোর্টে। আর কী কী নজরে

সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজনৈতিক জনসভা করবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। এসআইআর আবহে মতুয়া অধ্যুষিত বনগাঁয় জনসভা এবং পদযাত্রার পরে গত সপ্তাহে মমতার কর্মসূচি ছিল সংখ্যালঘু অধ্যুষিত দুই জেলা মালদহ এবং মুর্শিদাবাদে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজনৈতিক জনসভা করবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। এসআইআর আবহে মতুয়া অধ্যুষিত বনগাঁয় জনসভা এবং পদযাত্রার পরে গত সপ্তাহে মমতার কর্মসূচি ছিল সংখ্যালঘু অধ্যুষিত দুই জেলা মালদহ এবং মুর্শিদাবাদে। আঝ তিনি ‘বার্তা’ দেবেন রাজবংশী অধ্যুষিত কোচবিহারে। লোকসভা ভোটে কোচবিহার আসনে জয়ী হওয়ার পরে মমতার লক্ষ্য বিধানসভা ভোটে তৃণমূলের তরফে কোচবিহারের বেশি আসনে জয় পাওয়া। আজকের জনসভার পরে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

আজ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবি়ড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। এর আগে গত ২৬ নভেম্বর এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে। ওই দিন পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করে সুপ্রিম কোর্ট। মাঝে এসআইআর সংক্রান্ত অন্য বেশ কিছু মামলার শুনানি হয়েছে। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলায় কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।

আজ থেকে শুরু হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ়। পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচ কটকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারার দশটি ম্যাচ পাচ্ছে ভারত। আজ তার প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করতে চাইবেন কোচ গৌতম গম্ভীর। এমনিতেই তিনি পরীক্ষা চালাতে পছন্দ করেন। অনেকের মতে, এই কারণেই ডুবতে হয়েছে টেস্ট সিরিজ়ে। এ বার কী কী পরীক্ষা করবেন কোচ? খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিনে নতুন করে তাপমাত্রায় খুব বড় কোনও পরিবর্তন হবে না। রাতের তাপমাত্রা মোটের উপর একই রকম থাকবে। সামান্য হেরফের হতে পারে দিনের তাপমাত্রায়। সর্বত্র শীতের আমেজ বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সর্বত্র আাপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বেশ কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আজ সকালে কুয়াশা থাকবে।

Advertisement
আরও পড়ুন