News Of The Day

যুবভারতী কেলেঙ্কারি: তদন্তের অগ্রগতি কোন পথে। মেসির অনুষ্ঠান মুম্বইয়ে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। আর কী কী

যুবভারতীর ঘটনায় নিজের উদ্বেগের কথা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবভারতীর অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও মাঝপথ থেকেই ফিরে যান তিনি। তার পরেই মেসি এবং ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে নেন মমতা। একই সঙ্গে এই ঘটনায় তদন্ত কমিটি গড়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

যুবভারতীতে লিয়োনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে বিধাননগর পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার অন্তত আটটি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই বিশৃঙ্খলা কেন ঘটল, কোথায় কোথায় খামতি, কারও উস্কানিতে ঘটনাটি ঘটল কি না, তা খতিয়ে দেখবে পুলিশ। ইতিমধ্যেই ওই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। যুবভারতীর ঘটনায় নিজের উদ্বেগের কথা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবভারতীর অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও মাঝপথ থেকেই ফিরে যান তিনি। তার পরেই মেসি এবং ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে নেন মমতা। একই সঙ্গে এই ঘটনায় তদন্ত কমিটি গড়েছেন তিনি। তদন্তে নেতৃত্বে দেবেন অবসরপ্রাপ্ত এক বিচারপতি। আজ তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

কলকাতায় লিয়োনেল মেসির অনুষ্ঠানে ব্যাপক ঝামেলা হয়েছে। যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সময়ের আগেই শেষ হয়ে যায় মেসির অনুষ্ঠান। গ্রেফতার হন উদ্যোক্তা শতদ্রু দত্ত। শনিবার দুপুরে মেসি যান হায়দরাবাদ। আজ দুপুর থেকে মুম্বইয়ে রয়েছে একাধিক অনুষ্ঠান। সেখানে সচিন তেন্ডুলকর, সুনীল ছেত্রী, জন আব্রাহামদের থাকার কথা। মেসির সেই অনুষ্ঠান কি সুষ্ঠু ভাবে হবে? দুপুর ৩.৩০টে থেকে শুরু অনুষ্ঠান। দেখা যাবে দূরদর্শন স্পোর্টস এবং সোনি লিভ অ্যাপে।

কটকে ভারত জিতলেও মুল্লানপুরে জিতে টি-টোয়েন্টি সিরিজ়ে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ ধর্মশালায় তৃতীয় ম্যাচ। যে জিতবে তার কাছেই সিরিজ়ে এগিয়ে যাওয়ার সুযোগ। সূর্যকুমার যাদবেরা কি পারবেন জিততে? সন্ধ্যা ৭টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে উত্তর বা দক্ষিণবঙ্গে কোথাও তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুকনো আবহাওয়া থাকবে। সেই সঙ্গে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে। দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। উত্তরবঙ্গে এই সংক্রান্ত সতর্কতা রয়েছে কেবল দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

বৈভব সূর্যবংশীর মারকুটে শতরানের জেরে প্রথম ম্যাচে আমিরশাহিকে ২৩৪ রানে হারিয়েছে ভারত। পাকিস্তানও প্রথম ম্যাচে মালয়েশিয়াকে হারিয়েছে ২৯৭ রানে। রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। বৈভবের ব্যাটে কি আবার ঝড় দেখা যাবে? দু’দল কি হাত মেলাবে? সকাল ১০.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে সোনি নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে।

Advertisement
আরও পড়ুন