গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। ভেন্টিলেশনে রয়েছেন তাঁরা। সক্রিয় রাজ্য। কেন্দ্রের তরফেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আপৎকালীন পরিস্থিতির জন্য বেলেঘাটা আইডি হাসপাতালের ১০টি এমার্জেন্সি শয্যা এবং ওয়ার্ডে ৬৮টি শয্যা প্রস্তুতও রাখা হয়েছে। বিশেষজ্ঞেরা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। সামগ্রিক পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।
আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি অভিযানের ঘটনায় কলকাতা হাই কোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। প্রথম মামলাটি করেছে তৃণমূল। তাদের বক্তব্য, ইডি বেআইনি ভাবে ওই তল্লাশি চালিয়েছে। ভোট সংক্রান্ত নথি এবং কৌশল চুরি করতেই ইডির ওই তল্লাশি। উল্টো দিকে, সরকারি কাজে বাধার অভিযোগ তুলে মামলা করেছে ইডি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, কয়লা পাচার মামলার তথ্য ও নথি ‘চুরি’ করা হয়েছে। ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আজ ওই দু’টি মামলার একসঙ্গে শুনানি হওয়ার কথা হাই কোর্টে। আদালতে কী হয় সে দিকে নজর থাকবে।
আজ ভারত বনাম নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় এক দিনের ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজ়ে ১-০ ফলে এগিয়ে রয়েছে ভারত। ব়ডোদরায় প্রথম ম্যাচ জিতেছে শুভমন গিলের দল। রান তাড়া করতে নেমে দলকে আবার জিতিয়েছেন বিরাট কোহলি। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এক দিনের ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। রাজকোটেও কি সফল হবেন কোহলি? খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
পৌষ সংক্রান্তি হিন্দুদের কাছে পবিত্র তিথি। এই দিনে সাগর-গঙ্গার মিলনস্থল গঙ্গাসাগরে স্নান করে পুণ্য অর্জন করেন তীর্থযাত্রীরা। আজ ভোর থেকেই শুরু হয়ে যাবে সেই স্নান। ইতিমধ্যে লাখে লাখে পুণ্যার্থীরা সাগরদ্বীপের উদ্দেশে যাত্রা করেছেন। তিথি শুরু হলেই পুণ্যস্নান করবেন তাঁরা। এর পর কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন। সুষ্ঠু ভাবে গঙ্গাসাগর মেলা সম্পন্ন করতে রাজ্যের একঝাঁক মন্ত্রী-আমলা সাগরে পৌঁছে গিয়েছেন। তা ছাড়া এই উপলক্ষে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পিঠেপুলি তৈরির ধুম পড়ে। বিহার, উত্তরপ্রদেশের বড় অংশে আজ দই-চিঁড়ের ভোজ দেওয়া হয়। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।
ইরানের উপরে আর্থিক প্রতিবন্ধকতা চাপিয়ে দিয়েছে আমেরিকা। কোনও দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করলে তাদের কাছ থেকে ২৫ শতাংশ শুল্ক নেবে আমেরিকা। ইতিমধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে ভারতেরও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সে ক্ষেত্রে দিল্লি কোনও প্রতিক্রিয়া দেয় কি না, সে দিকে নজর থাকবে। নজর থাকবে ইরানে সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই বিরোধী বিক্ষোভের দিকেও। সেখানে অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। এই সংক্রান্ত খবরেও নজর থাকবে।
কলকাতায় দু’দিন ধরে জাঁকিয়ে শীত একটু যেন বিশ্রাম নিচ্ছে! তা বলে দক্ষিণবঙ্গের বাকি জেলায় কনকনে শীতে ভাটা পড়েনি। হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় থাকবে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের কয়েক জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
মেয়েদের আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ইউপি ওয়ারিয়র্সের খেলা। দু’টি দলই এখনও জিততে পারেনি। দুই দলের কাছেই এটি তৃতীয় ম্যাচ। জেমাইমা রদ্রিগেজ়ের দিল্লির সঙ্গে মেগ ল্যানিংয়ের ইউপি-র খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।