News Of The Day

খসড়া ভোটার তালিকা প্রকাশ পরবর্তী পরিস্থিতি। যুবভারতী কেলেঙ্কারির তদন্ত। সিরিজ় কি ভারতের। আর কী কী নজরে

মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৭ কোটির বেশি ভোটারের নাম খসড়া তালিকায় উঠেছে। আজ থেকে শুরু হচ্ছে নোটিস এবং শুনানি পর্ব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৭ কোটির বেশি ভোটারের নাম খসড়া তালিকায় উঠেছে। আজ থেকে শুরু হচ্ছে নোটিস এবং শুনানি পর্ব। কমিশন জানিয়েছে, নো-ম্যাপিং এবং সন্দেহজনক ভোটারদের ডেকে শুনানি করা হবে। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় অনেকের নাম ওঠেনি বলে অভিযোগ। আজ থেকে তাঁরাও প্রথমে ডিইও এবং পরে সিইও-র কাছে অভিযোগ জানাতে পারবেন। অন্য দিকে, আজ থেকে নতুন নাম তোলা এবং সংশোধনের কাজও করা যাবে। খসড়া তালিকা প্রকাশের পরে কমিশনের এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

অনুসন্ধান কমিটির সুপারিশ মেনে যুবভারতীকাণ্ডের তদন্তের জন্য গঠন করা হয়েছে সিট। সিট-এ রয়েছেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে, এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম, এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর। কী ভাবে ঘটেছিল বিশৃঙ্খলা, খতিয়ে দেখবে সিট।

আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। আজ জিতলেই সিরিজ় জিতে যাবে ভারত। সূর্যকুমার যাদবেরা ২-১ ফলে সিরিজ়ে এগিয়ে। ভারত কি এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জিতে যাবে? না কি দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে জিতে সমতা ফেরাবে? খেলা শুরু সন্ধ্যা ৭টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আইপিএলের নিলাম হয়ে গেল মঙ্গলবার। ১০টি দল তাদের ঘর গুছিয়ে নিল। কেমন হল দলগুলি? কলকাতা নাইট রাইডার্স কতটা শক্তিশালী দল তৈরি করল? থাকছে আইপিএলের দলগুলির বিশ্লেষণ।

আজ থেকে শুরু হচ্ছে অ্যাশেজ়ের তৃতীয় টেস্ট। অ্যাডিলেডে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। প্রথম দু’টি টেস্টে জিতে সিরিজ়ে ২-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতলেই অ্যাশেজ় জিতে যাবে তারা। চোট সারিয়ে ফিরে এসেছেন প্যাট কামিন্স। তিনিই অধিনায়কত্ব করবেন। বেন স্টোকসের ইংল্যান্ড কি ঘুরে দাঁড়াতে পারবে? না কি অ্যাডিলেডেই হয়ে যাবে অ্যাশেজ়ের ফয়শালা? খেলা শুরু ভোর ৫টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আগামী পাঁচ-সাত দিনে উত্তর কিংবা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আবহাওয়াও শুষ্কই থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় ভোরের দিকে কুয়াশা দেখা যেতে পারে। খুব সকালে এবং রাতের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর।

Advertisement
আরও পড়ুন